কয়েকদিন ধরে মাথা ভার, খামোখা বকবক করি, কিচ্ছু ভালো লাগে না।
আজ অবশেষে ভর নেমেছে।
কামনা"
নিশ্বাস টানলে নিস্তেজরা উজ্জীবিত হয়,
বাতাসে জীবনীশক্তি আছে,
মাথা হেট হওয়ার ভয়ে গাছের জড়ে জল দেই না।
অহর্নিশ দেহাভ্যান্তরে আগুন জ্বলে,
ছায়ায় ধোঁয়া অথবা আগুনের হলক নেই,
আকাশের দিকে তাকালে আমি আমাকে দেখতে পাই না।
জাত বজ্জাত সত্য হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতের নাম ধাঙড়,
অপরিচ্ছন্ন পরিবেশ ওরা পবিত্র করে,
অচ্ছুত হওয়ার ভয়ে তাদেরকে আমরা স্পর্শ করি না।
স্রষ্টায় অবিশ্বাসীরা অভিশপ্ত, তাদের গন্তব্য রৌরব,
শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করি এবং প্রশ্বাসে বিশ্বাস বাড়ে,
মৃত্যুর আগে যেন আত্মা প্রশান্ত হয় এই আমার কামনা।
স্বত্ব মো.আ.হা
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭