গতকাল Channel I Europe এ গিয়েছিলাম। গতসপ্তা কাজে যোগ দেওয়ার কথা ছিল। আমি সময়ে কুলাতে পারিনি।
তো যাক, বড়ভাইর সাথে কথা বলার পর সাহস বাড়ে এবং আমি যাই। তখন খবরের ভিডিও ফুটেজ এবং খবর সম্পাদনা হচ্ছিল। হঠাৎ এক খবরের দিকে তাকিয়ে আমাজনও দেখে বললাম, ওটা কী? খবর সম্পাদক বললেন, book launch party হয়েছে এবং বই আমাজনে পাওয়া যাচ্ছে।
সম্পাদককে আমাজনে বলে আমার Author Pages দেখিয়ে বললাম, সতেরো-খান উপন্যাস প্রকাশ করেছি একটা টাকাও খরচ করিনি।
নিজে book launch party করে মোড়কোন্মোচন করলে খালি খাস্ত হয়। পার্টিতে কম হলেও অন্তত ১০ থেক ১৫ হাজার পাউন্ড খরচ হয়েছে।
যা বলতে চেয়েছিলাম তা হলো, লেখালেখি শখ এবং শখের তুলা লাখ টাকা। কয়েক লাখ খরচ করলেও শখের ক্ষতি হয় না। অন্তত শখ মিটে।
ডাকের কথা আছে, হাউসে চুতরা লাগালে খাউজাতে হয়। এই আরকী।
তো যাক আপনাদের খবর সবর কী?
নিজে বই প্রকাশ করলে সবদিকে খাস্তা হয়। পাঠক বিরক্ত হয়, বইর বাজার নষ্ট হয়। খরিদ্দার বিমুখ হয়।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯