ভাদ্রের দুপুরে সূর্যকানা হয়ে ঘুড়ি দিয়েছিলাম উড়িয়ে,
নাটাই খালি হলে বুঝেছিলাম,
মাঞ্জা দেওয়া সুতা এক ক্রোশ লম্বা ছিল।
ঘোড়ার গাড়িতে বসতে মন চায় না,
গরুর গাড়ি নাকি খুব দ্রুত যায়,
ভাটির দেশের মানুষ, গাড়ি ঘোড়া কিনতে পারি না,
গরু দিয়ে হালচাষ এবং গাড়ি চালাই।
ছবি - শিল্পাচার্য জয়নুল আবেদীন
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৩