ইমান [ imāna ] বি. 1 ধর্মবিশ্বাস; 2 বিবেক, বিবেকবুদ্ধি। [আ. ঈমান্]। দার বিণ. 1 ধার্মিক; 2 সাধুস্বভাবসম্পন্ন; 3 বিশ্বস্ত; 4 বিবেকসম্পন্ন। দারি বি. ধার্মিকতা; সাধুতা; বিশ্বস্ততা।
মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য। বিণ. 1 মনুসম্বন্ধীয়; 2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)। [সং মনু + অ]। স্ত্রী. মানবী। .ক-মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ। .জমিন বি জমিরূপে কল্পিত মানুষ ('মানবজমিন রইল পতিত': রা. প্র)। তা, .ত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব। .তা-বাদ বি 1 মানুষের সদগুণাবলির অনুশীলন; 2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ। .ধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী। .লীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া। .প্রেমিক বি, মানুষকে যে ভালোবাসে। .সমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি। .হৃদয় বি. 1 মানুষের হৃদয়; 2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ; 3 মনুষ্যোচিত অনুভূতি। মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার। [সং মানব + অধিকার]। মানবিক বিণ. 1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি); 2 মনুষ্যসুলভ; 3 মনুষ্যত্বপূর্ণ; 4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)। বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)। মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)। মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত।
দর্শন নিয়ে এত মাতামাতি এবং দেনদরবার হয় না যত হয় ধর্ষণ নিয়ে। এতে অনেক বিকৃত বিবেকের মানুষ উৎসাহিত হয়।
মা বাবাকে সচেতন হতে হবে, মসজিদের ভিতর শয়তানেও নমজা পড়ে। মসজিদ কমিটি আছে। ওরা বেতন নেয়, তাদের দায়িত্ব এসব নিরাপত্তা নিশ্চিত করা। এখন তাদেরকে জেলহাজতে কে নেবে? দেশেতো কোনো কিছুর আগা মাথা নেই। মাথামোটারা নীতিলীলা করে। কিছু হলে ইসলাম, মুলসমান, মসজিদ নিয়ে হাঁইহুই শুরু হয়, অন্যরা যেন মন্ত্রপাঠে পবিত্রচরিত্র।
মনে রেখ বাঘের বাচ্ছাও বিপদে পড়ে এবং সিংহের বাচ্ছাও হায়নার খাবার হয়।
আমার সব লেখার স্বত্ব আছে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০