সজনি, তোমার হাতের শিমফুলের মালা দিলে বলেছিলাম, জানি না আমি তোমাকে ভালোবাসি কি না তবে আমি বিশ্বাস করি, সংসারি হলে আমি তোমার সাথে বিবাহবদ্ধ হব। তুমি হেসেছিলে। আমি তখন বলেছিলাম, অন্যরা আসে পাশে থাকে, আমি না হয় সবার মনেই থাকলাম। মনের মানুষ তো মনেই থাকে।’ তুমি বলেছিলে, দোয়া করি সবার মন সুখে ভরে যাক, আত্মা হোক প্রশান্ত।’
তা শুনে আমি বলেছিলাম, ‘মতামতে উপকৃত হয়ে কৃতজ্ঞ হয়েছি।’
তুমি তখন গম্ভীরকণ্ঠে বলেছিলে, ‘আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না। আমাদের আত্ম শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। আমরা নিজেন অমঙ্গল করি। আল্লাহ আমাদের মঙ্গল করেন। আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।’
এমন সময় বাতাসে গানের সুর ভেসেছিল, ‘সই লো, সোনা বন্ধে কলিজায় দাগা দিছে লো! জলের ছলে নদে গেলে চোখে জল ছলছল করে, সই লো।’
তোমাকে মনের কথা বলার জন্য আমি কবিতাবৃত্তি করেছিলাম, ‘কবিতার সাথে অনেকাগে দেখা হয়েছিল, ভাব জমাতে চেয়ে আমি চিন্তিত হয়েছিলাম। ভাবিনী বলেছিল ভাবুক হলে খালি ভুখ লাগে, আসলে কী হয়েছে আমি হাভাতে হতে চাই না।’
নিচে যা পড়বেন তা হলো মন্তব্য ...
“ভাইজান, মনের মানুষ মনে থাকে।
সবাই আসে পাশে থাকে আমি না হয় আপনাদের মনেই থাকলাম।
দোয়া করি সবার মন সুখে ভরে যাক, আত্মা হোক প্রশান্ত। আমিন।
মতামতে উপকৃত করলে কৃতজ্ঞ হব।
সই লো, সোনা বন্ধে কলিজায় দাগা দিছে লো!
জলের ছলে নদে গেলে চোখে জল ছলছল করে, সই লো
কবিতার সাথে অনেকাগে দেখা হয়েছিল,
ভাব জমাতে চেয়ে আমি চিন্তিত হয়েছিলাম।
ভাবিনী বলেছিল ভাবুক হলে খালি ভুখ লাগে,
আসলে কী হয়েছে আমি হাভাতে হতে চাই না।
আমি বিশ্বাস করি, আত্মা প্রশান্ত না হলে আমাদের মৃত্যু হবে না। আমাদের আত্ম শুধুমাত্র তখন প্রশান্ত হবে যখন আমরা আল্লাহকে খুশি করতে পারব। আমরা নিজেন অমঙ্গল করি। আল্লাহ আমাদের মঙ্গল করেন। আমি বিশ্বাস করি, আমাদের পাপের কারণ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, কারণ আমরা আল্লাহকে সেজদা করি।”
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১