মহোপন্যাস শেষ করে আমিও প্রায় শেষ হয়েছিলাম। Depression এ depressed হয়ে নিষ্কাম হয়েছিলাম। এক্কথায় ভোগবাসনাবিমুখ যাকে বলে। কবিতা অথবা উপন্যাস এইসব শব্দ পড়তে খুব সুন্দর লাগে কিন্তু বাস্তবে কেমন তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।
ডাক্তার কবিরাজরা হাত উঠিয়ে বলেছিল, তোমার মাঝে কোন রোগ নেই কিন্তু কেন এমন হলে আমি জানি না।
তো যাক, কাজ ছেড়ে বেকার হয়ে হাঁটা হাঁটি শুরু করলাম। বিড়ি টানার বদাভ্যাস আছে।
আমার আশেপাশে কয়েকটা পার্ক আছে।
vicky park
Weavers Fields
সমস্যা হলো, এখানে হাঁটতে গেলে পরিচিতদের সাথে গপসপ শুরু হয় হাঁটা হয় না।
তাই Haggerston Park
এ হাঁটতে যাই। প্রথম ভয়ে ভয়ে গিয়েছিলাম। ছোট কালে থেকেই আমরা Hackney এর সাথে দূরত্ব বজায় রাখতাম এবং আমি এখন যেখানে আছে এদিকে আসতাম না। তো যাক, কয়েকবার যাওয়ার পর, ডান পাশের জংগলে প্রবেশ করি আমি প্রায় বেআক্কেল। ওরা আল্লাহ এতো আমার লাউতলা। (মানে আমার গ্রাম)
পরে আরও ছবি পোস্ট করব।
এখন আমি সুস্থ প্রায় কিন্তু ডাকের কথা আছে, বেআক্কেলের আক্কেল হয় না, আমি লেখালেখি ছাড়তে পারিনি। এই মাসে দুইটা শেষ করেছি, হাতো আরও দুইটা, হাতে লেখা ডায়েরি টাইপ শুরু করেছিলাম, সমস্যা হলো, মাথা নষ্টের মন্ত্রের দিকে তাকালে সত্যি মাথায় সমস্যা হয়। টাইপিং বাদ দিয়েছি।
তো যাক এখন আসি আসল কথায়, ছবি কেমন? আমি মাঝে মাঝে ভুলে যাই আমি যে অন্য দেশে। অনেকে প্রশ্ন করে দেশে যাওনা কেন? তখন আমি বলি, আমিতো দেশেই আছি। একদিন একজনকে সাথে নিয়েছিলাম, উনিও বলেছিলেন হ্যাঁ, আমরা এখন গ্রামে আছি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮