সম্প্রতি শাহরিয়ার কবির ব্রিট্রিশ পার্লামেন্ট এ গিয়েছিলেন বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভায়। হাউস আব লর্ডস এ আলোচনার মূল বিষয় ছিল রামুতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘর্ষ। সভার পরিচালনা করছিলেন Lord Avebury (লর্ড এভেবারি ।) এই সভাকে ঘিড়ে দীর্ঘ এক মাস লম্ফঝম্ফ করছিলেন শাহরিয়ার কবির!!! তার পরিকল্পনা ছিল বিশ্ব সম্প্রদায়ের কাছে জামায়াতের বরুদ্ধে অপপ্রচার। কিন্তু হায়! একি হলো? জামায়াতের অপপ্রচার চালাতে গিয়ে তো নিজে অপমান হয়ে আসলেন। আলোচনা সভাতে যথাক্রমে তার কথা বলার সময় আসলো। তিনিও তার পরিকল্পনা অনুযায়ী শুরু করলেন রামুর ঘটনায় জামায়াত কানেকশন নিয়ে। সাথে সাথেই Lord Avebury (লর্ড এভেবারি) তাকে থামিয়ে দিলেন। আর তাকে জামায়াত নিয়ে কথা বলতে দিলেন না। শাহরিয়ার কবির তো থ!!! দীর্ঘ এক মাসের রিহার্সেল!!! আহারে বেচারা। Lord Avebury (লর্ড এভেবারি) এর সাফ কথা এটা কোন পলিটিক্যাল প্রেগ্রাম না। আর সভায় কোন জামায়াতের প্রতিনিধি নেই, তাই জামায়াতের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না। Lord Avebury (লর্ড এভেবারি) এর স্পষ্ট কথা তিনি নিরপেক্ষ অনুষ্ঠান পরিচালনা করছেন, আর তাই জামায়াত প্রতিনিধিদের অনুপস্হিতিতে তাদের বিরুদ্ধে অন্যায় ও এক তরফা অপপ্রচার করা যাবে না!!!
সেল্যুট Lord Avebury (লর্ড এভেবারি) কে তার নিরপেক্ষ ভূমিকার জন্য। আর ধিক্কার নির্লজ্জ এই ব্যক্তিকে যিনি রামুর ঘটনায় জামায়াতকে জরাতে চেয়েছিলেন। অথচ বাংলার প্রতিটি আনাচে কানাচে সাধারণ জনগণ সেস্যাল মিডিয়ার কল্যানে (ফেসবুক, ব্লগ, টুইটার) দেখতে পেয়েছেন নাটের গুরু হচ্ছে আওয়ামী লীগ!!! হায়রে শাহরিয়ার। তোমাকে দেখলে তো এখন হাসি পায়। পারলে যুক্তি আর প্রমানে আসো। ৭১ এর বানানো গল্পঝুড়ি দিয়ে আর বাংলার জনগণ ও বিদেশীদের বোকা বানাতে পারবা না। এভাবেই অপমান করে একদিন লন্ডন ও বাংলাদেশ থেকে জনগণ তোমাকে বিতারিত করবে।
কপি পেষ্ট http://sonarbangladesh.com/blog/post/138006