কিছু পুরুষ ৫০বা৬০ উর্ধে নিজের মেয়ের
বয়সী মেয়ের সাথে মহো আবেগে জড়িয়ে
পড়ে তারপর বিয়ে পর্যন্ত গড়ায়। সে কাজের
মেয়ে হোক বাইরের মেয়ে হোক।
সংশার ছেলে মেয়ে সব ফেলে ছোট একটি
মেয়েকে বিয়ে করে, চিন্তা করেনা মেয়েটা
তারই মেয়ের সমতুল্য।
অথচ একটা ৪০ বছর বয়সী নারী কখনও
কি চিন্তা করে? ছেলের বয়সী কারো সাথে
আবেগে মোহে জড়িয়ে তাকে বিয়ে করে
নিজের সংশার ছেলে মেয়ের উপর প্রহসন
চাপিয়ে দিতে? হয়ত নারীদের মন সন্তান
সমতুল্য বলে ব্যক্তিত্ব মন সায় দেয়না।
তবে নারীরা সংশার ফেলে অন্যত্র বিয়ে
করলেও তার সমবয়সী বা তার থেকে
বেশী বয়সী হয়।
আমার প্রশ্ন, নারীরা যদি সন্তান সমতুল্য
ছোট ছেলেকে সন্তানই মনে করে।
পরুষরা কেন নিজের সন্তান সমতুল্য মেয়েকে
বিয়ে করে। ব্যক্তিত্ব নারী পরুষের এত তফাৎ
কেন? আশা করি আমার এপ্রশ্ন কেউ নগ্ন
ভাষা দিয়ে মন্তব্য করবেন না।