আজ বিশ্ব মাতৃ ভাষা দিবষ আমার মায়ের
ভাষা,একুশের চেতনা সবার মাঝে ফুটে
উঠুক বসন্ত ফুলের সৌরভে।
সারা বিশ্বের শিশুরা প্রথমে বলতে শিখে
দাদা মামা বাবা নানা বুবু প্রথম বোল
দাদ মাম বুব বাব। কিন্তু অন্য দেশে
শিশুদের ঘুরায়ে তারা যা বলে ড্যাড মম
তাই শিখায়। তাই বলব শিশুর প্রথম
বলা কথাই আমাদের বাংলা ভাষা,
চেতনায় একুশ থাকবে। পৃথিবী যত দিন
টিকবে ততদিন। এই কামনান্তে।