ভাই কি করেন?
তিনি খুব সিরিয়াসলি উত্তর দিচ্ছিলেন ,
"এই ভাই হা-হুতাশ করি"।
আমি পরে জানতে পারি
উনি অনেক দিন ধরে সরকারি চাকরির জন্য চেস্টা করছিলেন
ঢাকায় মেসে থেকে।
বিয়ের প্রস্তাবের প্রেক্ষিতে প্রশ্ন ছিলো,
ছেলে কী করে?
উত্তরঃ ছেলে বিএনপি করে।
এখন অবশ্য এই উত্তরে ছেলে শূন্য পাবে।
বলাবাহুল্য বলতে হবে,
ছেলে ছাত্রলীগ বা যুবলীগ করে।
একবার দিনাজপুর গিয়েছিলাম।
এক বন্ধুর গার্লফ্রেন্ড এক জনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল।
তো বললাম: ভাই কি করেন?
উনি উত্তর দিলেন: কোনটা বলব?
রাজনীতি কি করি সেটা নাকি অন্য কিছু করি কিনা সেটা?
আমি বললাম: আচ্ছা, চলেন চা খাই!
ভাই আপনি কী করেন?
এই প্রশ্নের উত্তর অনেকরকম হতে পারে।
কী করেন এর সবচেয়ে অবিশ্বাস্য উত্তরের মুখোমুখি হয়েছিলাম
প্রায় বছর খানেক আগে।
তখন আমি উত্তরা থাকতাম।
আমার এক পাড়াতো সম্পর্কের বন্ধু
তার এক দূর সম্পর্কের বন্ধুর সাথে আলাপ করিয়ে দিচ্ছিলো
তিনি খুব সিরিয়াসলিই তার বিচিত্র প্রফেশন সম্পর্কে জানাচ্ছিলেন।
কী করেন' এর উত্তরে তিনি বলছিলেন,
"আমি রাব্বানী ভাইয়ের লগে হাডি।"
[গোলাম রাব্বানী ঐসময় ছাত্রলীগের সেক্রেটারী ছিলেন।]
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯