আমি তোমাকে চাই না
নিতান্ত কাছেও না,
তবে তোমার হাতের গোলাপ দানকেও
অস্বীকার করি না।
আর অস্বীকার করি না বলেই
এই মুহুর্তে তোমাকে আমার প্রয়োজন।
খরার যে মরু- এঁকেছে হৃদয়
তাকে বলে দিও- প্রেম মানে কান্নার জল
উত্তাপে হাতরায় বিষাদী ফসল
খরতাপে পান করে নীলের আঁচল।
মেঘের ওপারে চাঁদ,
তার পরে পড়ে তাকে ধুঁ ধুঁ বালুচর
সেখানেই সব নয়, আরও দূর
নীলিমায় তার বাড়ী- ঘর।
চৈতন্যের গহীনে অতল- তারও গহীনে কাঁদা,
আশাগুলো রঙহীন, নয় সমতল।
এখন গ্রহনকাল,
হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ, একপায়ে দাঁড়িয়ে
হাতে হাতে রিংটোন-মিথ্যে বহর।
এরপরও চেয়ে থাকা হৃদয়ের পানে,
জীবনের পথচলা- প্রতিটা প্রহর।
এই নাও,ছুঁয়েছি হৃদয়-
নব-ধারায় পান করো তৃষ্ণার জল.....
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫