(-কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীঃ
বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে বাজানোর হুমকি দিয়ে বলেছিলেন, "শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো"।
-তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুঃ
বঙ্গবন্ধুর মৃত্যুর পর ট্যাংকে উঠে নেচেছিলেন।
-রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামঃ
খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানের আয়োজক।
-তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীঃ
গোলাম আজমের নাগিরকত্বের জন্যে গণস্বাক্ষর পরিচালনা করেছিলেন।
...হ্যা ভাই উনারাই সব মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী; আর যৌক্তিক অধিকার আদায়ে আন্দোলন করা বাংলাদেশের সকল সাধারন শিক্ষার্থীরা রাজাকারের বাচ্চা।
আচ্ছা ঠিক আছে।
ওহ হ্যা, দেশের সকল সধারন শিক্ষার্থীদের যিনি রাজাকার বললেন উনিই কিন্তু বঙ্গবন্ধুকে "বঙ্গশত্রু" উপাধি দিয়েছিলেন।
ন্যাপের তৎকালীন নেত্রী এই মতিয়া চৌধুরীই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিবাদ সভায় আমাদের জাতির পিতার প্রতি ধিক্কার জানিয়ে বলেছিলেন,
"তুমি আর বঙ্গবন্ধু নও, আজ থেকে তুমি বঙ্গশত্রু"।
...এবং আমি যদি ভুল না জেনে থাকি উনি জাতির পিতাকে ব্যাঙ্গ করে "জুতার ফিতা" বলেছিলেন এবং বলেছিলেন, "শেখ মুজিবের চামড়া দিয়ে জুতা সেলাই করা উচিত"!
কয়লা ধুইলে ময়লা যায় না। তাই সে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের 'রাজাকারের বাচ্চা' বলেন! ইতিহাসের আবর্জনা এইসব উমিচাঁদ, শেঠজি, ঘষেটিদের আসুন প্রতিহত করি, যেখানে পাই ধরে গণ-ধোলাই দিয়ে- পাঁপ মোচন করি।
মতিয়ার উদ্ধত বাঁদরামির প্রতি ধিক্কার জানিয়ে আমার এই কবিতা)
কন্যা সে অগ্নি
নানী খালা ভগ্নি
রাজপথে শাড়ী খান তুলিয়া
ডুগডুগি বৈরাগী
মাখে সদা তেল- ঘি
কামড়িয়ে কান নেয়- তুলিয়া।
আজ সেই মতিয়া
কি যে বলি- চুতিয়া
কান্নার আগে দেয় মুতিয়া...
পেটখালি হবে যে
বেড়ে যাবে খরচে
করে ননাই মল ত্যাগ- কুতিয়া...
বিড়ি টানা ঠোঁটটা
থু থু দুই কোনটা
নাগিনীর বিষ দেয় ঢালিয়া
মন্ত্রী সে কৃষিতে
ধ্যান জ্ঞান- ঋষিতে
অতীতের পাঁপ গেছে ভুলিয়া....
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫