১. কোয়ান্টাম অফ সোলেস
জেমস বন্ড সিরিজের ২২ তম ছবি এটি। অনেকেই বলছিল ছবিটা ভালো লাগে নি। আবার অনেকে বলেছে যে ভালো। আমার কাছে ছবিটা ক্যাসিনো রয়্যালের চেয়ে ভালো লেগেছে। এই মুভি্র একশন, কাহিনী বেশ ভালো লেগেছে। গত পর্ব ক্যাসিনো রয়্যাল যেখানে শেষ হয়েছিল। এই মুভিটি সেখান থেকেই শুরু হয়েছে। কেউ ছবিটা না দেখে থাকলে দেখতে পারেন। জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ, আর সাথে বন্ড গার্ল হিসেবে আছেন হিটম্যান এর নায়িকা উলগা কিউরিল্যাঙ্কো।
২.সাইলেন্স অফ দ্য ল্যাম্বসঃ
যারা সাইকো মুভি পছন্দ করেন তাদের এই মুভিটা ভালো লাগবে। এর আইএমডিবি রেটিং ৮.৭ । অভিনয় করেছেঃ জুডি ফস্টার, এন্থনি হপকিন্স। ছবির কাহিনী হল তরুনী এফবিআই ক্যাডেট এজেন্ট স্টারলিং একটি সাইকো কেসের জন্য শরণাপন্ন হয় ডক্টর হ্যানিবাল লেক্টরের যিনি কিনা একজন বিখ্যাত মানসিক ডাক্তার এবং মানুষখেকো।তার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত সে কেসটিতে সফল হয়। কিন্তু পালিয়ে যায় হ্যানিবাল। এন্থনি হপকিন্স এই মুভিতে মানুষখেকো সাইকোলজিক্যাল চরিত্রে দূর্দান্ত অভিনয় করেছেন। কেউ দেখতে চাইলে নিচের লিঙ্ক এ ডাউনলোড লিঙ্ক পাবেনঃ
Click This Link
৩. হ্যানিবালঃ
এটা সাইলেন্স অফ দ্যা ল্যাম্বস এর সিক্যুয়েল। এটাও ডক্টর হ্যানিবাল লেক্টরকে নিয়ে কাহিনী। এই ছবিতে এজেন্ট স্টারলিং রূপে অভিনয় করেছেন জুলিয়ান মুর। এবার তার কেস পড়ে হ্যানিবাল লেক্টরকেই খুজে বের করা। এই কেসে তার প্রতিদ্বন্দী হয় হ্যানিবাল লেক্টরের শিকার আরেক ধনী ব্যাক্তি মেসন(গ্যারী ওল্ডম্যান) । যে প্রতিশোধ নেয়ার জন্য হ্যানিবাল লেক্টরকে খুজে বের করতে চায়। যাদের কাছে আগের ছবি ভালো লাগবে তারা এই ছবি দেখে হতাশই হবেন। তবে যারা ভায়োলেন্স পছন্দ করেন তাদের ভালো লাগবে। কারন এই মুভিতে বেশ কিছু নৃশংস দৃশ্য আছে।
৪. রেড ড্রাগনঃ
এটাও হ্যানিবাল লেক্টরকে নিয়ে। এটা সাইল্যান্স অফ দ্যা ল্যাম্বস এর প্রিক্যুয়েল। যে এজেন্ট হ্যানিবাল লেক্টরকে এরেস্ট করেন, সেই এজেন্ট এর দায়িত্ব পরে আরেকটি সাইকোলজিক্যাল কেস। তাকে খুজে বের করতে বিফল হয়ে শেষ পর্যন্ত সে হ্যানিবাল লেক্টরেরই সাহায্য নেয়। এবং মুখোমুখি বিপজ্জনক পরিস্থিতির। এই ছবিটা হ্যানিবাল এর চেয়ে ভালো। এই ছবিতে এজেন্ট এর ভূমিকায় অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন। আর অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেনঃ রায়ালফ ফিনেস, এমিলি ওয়াটসন।
৫. দ্যা ইনক্রেডিবল হাল্কঃ
যারা আগের হাল্ক দেখে হতাশ হয়েছিলেন তাদের জন্য হাল্ক এর নতুন মুভিটি বেশ ভালো লাগবে। এখানে হাল্ক চরিত্রে অভিনয় করেছেন এডওয়ার্ড নর্টন। এই ছবিতে হাল্ক তার ক্ষমতাকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু পুরোনো শত্রু জেনারেল রস তার পিছনে লেগেই থাকে। হাল্ককে ধরার জন্য সে জন্ম দেয় আরেকটি দানবের। এই ছবির মূল আকর্ষন এটাই। হাল্ককে লড়াই করতে হয় তার সমকক্ষ দানব এবোমিনেশন এর। এই ছবির কাহিনী আগের তুলনায় বেশ ভিন্ন। তাছাড়া একশন ভিজুয়াল এফেক্ট বেশ ভালো লেগেছে।
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
৬. সেভেনঃ
এই ছবিটা দেখার আগ্রহ জাগে দারশিকোর এই লেখাটা পড়ে। আমার মনে হয় আমার কিছু লেখার দরকার নেই উনি এত সুন্দর ভাবে লিখেছেন যে যে কারো এই মুভিটি দেখতে আগ্রহ হএব। আমার কাছে এই মুভিটি বেশ ভালো লেগেছে। পুরো সিনেমা বেশ স্লো হলেও এর এন্ডিংটা মনে রাখার মত। অভিনয় করেছেন ব্র্যাড পিট, মরগ্যান ফ্রিম্যান।
৭. ঈগল আই
সবাই বেশ ভালো বলছিল। আমার কাছেও মুভিটি বেশ ভালো লেগেছে। কাহিনী সেই অতি পুরাতন। একটি রহস্যময় ফোন কল নিয়ে। কিন্তু তারপরও কাহিনী ঠিক গতানুগতিক নয়। দুই অপরিচিত তরুন তরুনী রহস্যময় ফোন কল পেয়ে মুখোমুখি হয় একে অপরের । তারা পরিচালিত হতে থাকে সেই রহস্যময় ফোন কলের ওপাশের নারী কন্ঠের মেয়েটির দ্বারা। এবং মুখোমুখি হয় নানারকম বিপজ্জনক ঘটনার। ছবিতে অভিনয় করেছেন ট্রান্সফর্মারের নায়ক শিয়া লাবেউফ। যারা থ্রিলার পছন্দ করেন তাদের ভালো লাগবে মুভিটি।
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
৮. লিটল ম্যানহাটনঃ
এই ছবিটা ব্লগ এর সুবাদে দেখা। আমি ভেবেছিলাম পিচ্চিদের প্রেমের ছবি কতটাই বা ভাল হবে। কিন্তু ছবিটা দেখে আমি মুগ্ধ হয়েছি। এই ছবির ডায়লগ,কাহিনী এতটাই সুন্দর দেখে মুগ্ধ হতে হয়। ছবিতে একটি দশ বছরের কিশোর প্রেমে পড়ে তার কারাতে পার্টনারের। এই নিয়েই কাহিনী।
৯. সেরেনডিপিটিঃ
ছবিতে অভিনয় করেছেন জন ক্যুসাক, কেট বেকিনসেল। সেরেনডিপিটি নামে একটি দোকানে দেখা হয় জোনাথন ও সারার। তাদের একে অপরকে খুব পছন্দ হয়। কিন্তু সারা এত দ্রুত কোন সিদ্ধান্তে যেতে চায়না। তাই সে তাদের সম্পর্ককে ভাগ্যের উপরে ছেড়ে দিতে চাইয়। সেই জন্য সে তার একটি বইয়ের উপরে তার নাম ও ফোন নাম্বার লিখে আর জোনাথন কে একটি ডলারের নোটের উপরে তার নাম ও ফোন নাম্বার লিখতে বলে। তারপর ডলার ও বইটিকে বাজারে ছেড়ে দেয়। ঠিক হয় যে যদি কোনদিন কেউ অপরের ফোন নাম্বার পায় তাহলেই এই সম্পর্ক হবে। প্রায় সাত বছর পর জোনাথন তার বিয়ের আগের দিন বইটি খুজে পায়। সে সারাকে খুজতে বের হয়... শেষটা বললাম না। মজা নষ্ট হয়ে যাবে। দেখলে ভালো লাগবে।
আরো বেশ কিছু মুভি দেখা হয়েছে। পরে আবার কোন দিন সময় পেলে সেগুলো নিয়েও লিখব।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭