আমরা দৈনন্দিন জীবনে অনেক ঘটনার সম্মুখীন হই। কিন্তু কিছু কিছু ঘটনা এমন হতে পারে যে একটা ঘটনার সাথে অন্য কোন ঘটনার যোগসূত্র খুজে পাওয়া যায়। এই যেমন ধরুন আপনি মনে মনে ভাবলেন কোন বন্ধুর কথা এমন সময় আপনার সেই বন্ধুটির সাথে আপনার দেখা হয়ে গেল। এই ধরনের ঘটনাকে আমরা বলি কাকতালীয় ঘটনা। কাকতালীয় কথাটা এসেছে এভাবে যে একটি কাক এসে তালগাছে বসল, আর গাছ থেকে একটি তাল পড়ে গেল। তাল পড়ার পিছনে কাকের কোন ভূমিকা নেই। কিন্তু সবাই ভাবল তাল পড়ার কারন হল কাকটি। তাই এই ধরনের ঘটনাকে বলা হয় কাকতালীয়। এইরকম কিছু কাকতালীয় মিল পাওয়া যায় আমেরিকার দুই প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ও জন এফ কেনেডি এর মাঝে। আসুন দেখি তাদের মাঝে কতটা কাকতালীয় মিল ছিলঃ
১. লিংকন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হুয়েছিলেন ১৮৬০ সালে। আর কেনেডি হয়েছিলেন তার ঠিক ১০০ বছর পরে অর্থাৎ ১৯৬০ সালে। আশ্চর্যের বিষয় হল লিংকন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন ১৮৪৬ সালে আর কেনেডি ১৯৪৬ সালে।
২. তারা দুইজনই আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। এবং তারা দুইজনই প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিহত হয়েছিলেন। আশচর্যের বিষয় হল তারা দুইজনই শুক্রবারে নিহত হয়েছিলেন এবং মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন।
৩. আব্রাহাম লিংকন গুলিবিদ্ধ হয়েছিলেন একটি থিয়েটারে যার নাম ছিল ফোর্ড। আর কেনেডি গুলিবিদ্ধ হয়েছিলেন গাড়িতে। কিন্তু গাড়িটির মডেল এর নাম ছিল লিংকন এবং এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান হল ফোর্ড।
কি অবাক হচ্ছেন? আরও দেখুনঃ
৪. লিংকন এর হত্যাকারীর নাম ছিল জন ডব্লিউ বুথ (John Wilkes Booth)। আর কেনেডির হত্যাকারীর নাম হল লি হার্ভে অসওয়াল্ড (Lee Harvey Oswald)। ভাবছেন এখানে মিল কোথায়? তাহলে শুনুন তাদের হত্যাকারী দুইজনের নামই ইংরেজী ১৫ অক্ষরের। আরও মজার বিষয় হল জন বুথ জন্মগ্রহন করেছিলেন ১৮৩৯ সালে আর লি অসওয়াল্ড জন্মেছিলেন ১৯৩৯ সাল । তারাও তাদের ট্রায়াল এর পূর্বে নিহত হয়েছিলেন।
৫. তাদের পরবর্তী প্রেসিডেন্টদের নাম ছিল এন্ড্রু জনসন ও লিন্ডন জনসন। আশ্চর্যের বিষয় হল এন্ড্রু জনসন জন্মগ্রহন করেছিলেন ১৮০৮ সালে। আর লিন্ডন জনসন জন্মেছিলেন ১৯০৮ সালে।
৬. লিংকনের সেক্রেটারীর নাম ছিল কেনেডি(এই নিয়ে মতবিরোধ আছে) আর কেনেডির সেক্রেটারীর নাম ছিল লিংকন।
আব্রাহাম লিংকন ও জন এফ কেনেডির মৃত্যুর মাঝে এমন মিল আসলেই আশ্চর্যজনক। তবে এত মিলের পাশাপাশি তাদের মাঝে অনেক অমিলও আছে অনেক যেমন লিংকন ছিলেন রিপাবলিকান আর কেনেডি ডেমোক্র্যাটিক, লিংকন জন্মগ্রহন করেছিলেন ১৮০৯ সালে আর কেনেডি জন্মেছিলেন ১৯১৭ সালে ইত্যাদি। তাদের মৃত্যুর মাঝে এমন মিল দেখে অনেকেই বলেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। কিন্তু আমার মতে এটা কাকতালীয় ঘটনা।