হাবিজাবি কাটাকুটি
লিখার এই-ই ঢক;
ইয়া বড় লেখক হবো
ছিলোনাকো শখ।
সামু দিলো প্লাটফর্ম
যা পারিস লিখনা;
পাঠের অভ্যেসও কর
ভালো কিছু শিখ্না।
সাত জনমেরি লাক
পড়িমড়ি ছুট;
সে চান্সে ব্লগার হনু
আমি লিলিপুট।
মন হতো প্রায় মরা
কি যে লিখি অগাবগা;
নুয়ে যাই দেখে সব
ব্লগারেরা বাঘা বাঘা!!
অমা দেখি,একি জাদু
যাগো দেখে হই ম্রিয়;
তারা দেয় উৎসাহ
আছে যত নিক প্রিয়!!!
হামবড়া ভাব নেই
নেই ঠাঁট ঠমকি;
এই যা যা দুরে ভাগ
বলেনাকো ধমকি।
নাম যত বড়,তত
দেখায় তারা মমতা;
নেই কোন ভেদাভেদ
ব্লগারীয় সমতা।
এই না হলে কি আর
প্রাণপ্রিয় সামু;
ঘুরে আয় শত ঘাট
এমন কি পামু?
এই এক কারণেই
সামু সদা ইউনিক;
দুর্মুখে যত কউক
খিস্তিতে ধিক ধিক।
কত এলো,কত গেলো
মেরে শত ভাঁজ;
সামু ছিলো,সামু আছে
সামু করে রাজ।
কথারতো শেষ নেই
হয়ে যাবে ভোর;
আমি আর বাড়াবোনা
করবোনা ব্যোর।
তুমি ভায়া মহীরোহ
নয়ারে দ্যাও ছায়া;
সামুতরে ধরো বুকে
আহা কত মায়া।
নামে তোমা কত ভার
কথা কও অল্প;
ব্লগিংএরে বানিয়েছো
কি নিখুঁত শিল্প!!
কি যে মধু বোলে তোমা
সদা মিঠে কহো যে;
ভারি ভারি কথা সব
কও কত সহজে!!
তোমা নিয়ে কথা ক'বো
নেই অত স্পর্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।
উৎসর্গঃ
যা-ই লিখে পড়ে ক'বে
ঠিক ঠিক ইয়েস;
জাদুকরি ব্লগার এক
আহমেদ জি এস।
ছবিঃ
না ফেবু,না টুইটার
কোথা নেই,গল্প না;
অগত্যা দেই সেঁটে
শায়মার কল্পনা।
টু জি এস ভায়াঃ
চেয়েছিনু দেবো তোমা
পোষ্টেতে রিপ্লাই;
পরে ভাবি পোষ্ট দিলে
ক্ষতি কিবা?দিনু তাই।
আগডুম অগাবগা
লিখে দিনু ছেপে;
আগেই চাইছি ক্ষমা
যেয়োনাগো ক্ষেপে।