দেবতাদের আবির্ভাবের বহু পূর্বে ছিল শুধু 'ক্যাওস'। যার ছিল না কোনো অবয়ব এবং যা ছিল অবিচ্ছিন্ন অন্ধকারে।এই অন্ধকার থেকে জন্ম নেয় দুটো শিশু।'রাত্রি' (অন্ধকার) ও 'এরিবাস' (অপরিমেয় গভীরতা যাতে বাস করে মৃত্যু)।
অন্ধকার আর মৃত্যু থেকে জন্ম নিল 'ভালোবাসার'। 'ভালোবাসা' সৃষ্টি করল 'আলো' আর তার সহচর হিসাবে 'দিন' কে।'আলো' আর 'দিনের' সাথে সাথে আবির্ভাব ঘটল 'পৃথিবীর'
'গেইয়া' জন্ম দিল 'ইউরেনাস'
'ইউরেনাস' ছিল খারাপ বাবা এবং স্বামী। সে তার ৫০ মাথা ও ১০০ হাতওয়ালা ছেলেদের অপছন্দ করত এবং তাদের বন্দী করে রাখল পৃথিবীর (গেইয়া) ভ্রুনে।'পৃথিবী' ক্রোধে 'ইউরেনসের' বিরুদ্ধে ষড়যন্ত্র করল 'টাইটানদের' সাহায্যে।বয়সে সবচেয়ে ছোট টাইটান ছাড়া বাকি সবাই ভীত হল।টাইটান টির নাম ছিল 'ক্রোনাস'। 'ক্রোনাস' এবং 'গেইয়া' (পৃথিবী) মিলে 'ইউরেনাস' কে হত্যা করল।
'ক্রোনাস' পরবর্তীতে শাসক হল এবং তার ভাইদের বন্দী করল 'টারটারাসে'।সে তার বোন 'রিহা'
জিউস টাইটান দের (প্রমিথিউস, এপিমেথিউস, ওসেনিউস এই তিন টাইটান জিউসের সাথে যোগ দেয়) সাথে যুদ্ধ করে। জিউস টাইটানদের হারিয়ে টারটারাসে বিতারিত করে শুধু 'এটলাস'