যেহেতু নির্বাচিত পাতা নামে একটা আলাদা পাতা আছে, তার মানে এই পাতাটির আলাদা গুরুত্ব আছে। ব্লগাররা এরকম একটি মুক্তব্লগে লিখার মানেই হলো-তার লিখাটি যেন বেশী পাঠকের চোখে পড়ে। পাঠকের ভালো লাগাই হলো একটি লিখার সবচেয়ে বড় স্বার্থকতা। নির্বাচিত পাতায় যে লিখাটি যায়- সাধারণতঃ সেই লিখাটি বেশী পাঠকের চোখে পড়ে। কারণ- সাধারণ পাতায় কোনো পোস্ট বেশীক্ষণ থাকেনা। কিন্তু কখনো দেখা যায়, চমৎকার একটা লিখা নির্বাচিত পাতায় গেলোনা । এর কারণ কি?
মূল কারণ কি তবে- নির্বাচিত পাতায় পোস্ট সিলেকশানের দায়িত্বে যারা আছেন, তাদের লিখাটি চোখে পরেনা।
আর এটাই যদি মূল কারণ হয়, তবে নির্বাচিত পাতাটি রাখারই দরকার নাই। কারণ একটি চমৎকার পোস্টকে নির্বাচিত পাতার বাইরে রাখা মানে লেখকের প্রতি অবমাননা করা। কোনো পোস্টদাতা হয়তোবা ব্যাপারটি হালকাভাবে এড়িয়ে যান। কিন্তু যেখানে মানযাচাইয়ের একটা নিয়ম নির্ধারণ করা হয়েছে-"ভালো পোস্ট নির্বাচিত পাতায় যাবে"-তাহলে তা যখন হয়না, তখন এটা একধরণের অবিবেচকতা।
সুন্দর একটা পোস্ট যখন নির্বাচিত পাতার বাইরে থাকে তখন পাঠকের কষ্ট বাড়ে, লেখকের মন ক্ষুণ্ণ হয়।
মোঃ মাসুদর রাহমানের একজন পতিতা ও একটি নাম: জীবনের অন্তরালে এই চমৎকার লিখাটি নির্বাচিত পাতায় না দেখে একজন পাঠক হিসাবে মন খারাপ হলো। আর কিছুনা।