জামাত-শিবির ও বিএনপি'র উঁচু লেভেলের লোকজন জানে যে, আমেরিকা ক্যু ঘটায়েছে; জাতি ভয়ংকর সমস্যার মাঝে আছে। কিন্তু এসব হায়েনারা ইহাকে "নতুন স্বাধীনতা" বলে চালিয়ে দিচ্ছে। জাতিতে এই মহুর্তে, হায়েনা ব্যতিত কোন রাজনীতিবিদ নেই।
এদের ভেতর যদি ১জনও সৎ ও বুদ্ধিমান বাংগালী থাকতো, সে বলতো যে, শেখ হাসিনার ডাকাত সরকারকে সরানোর জন্য আমেরিকা ক্যু করেছে; জাতি সত্য জানলে, ভাবার চেষ্টা করতো। এখন জাতি ২য় স্বাধীনতার সুফলের জন্য অপেক্ষা করতে থাকবে।
জাতির ভয়ংকর খারাপ সময়ে এবারের ক্যু ঘটায়েছে আমেরিকা; জাতি ইহা কাটিয়ে উঠার সম্ভাবনা নেই বললেই চলে। এমন সময় ক্যু ঘটায়েছে, যখন আমেরিকার মানুষেরাও চোখে অন্ধকার দেখছে। আধামৃত বাইডেনের সময় ক্যু ঘটেছে, এর পরপরই ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিাককে ধ্ংসের দিকে নিয়ে গেছে।
গত ২ দিনে আমেরিকার ষ্টক-মার্কেট ৭ ট্রিলিয়ন ডলার হারায়েছে; যেখানে ট্রাম্প বলছিলো যে, বিশ্বব্যাপী নতুন শুল্ক চালু করায় আমেরিকা ২/৩ ট্রালিয়ন ডলার আয় করার সম্ভাবনা। আগামীকালও ষ্টক মার্কেটে ২/৩ ট্রিলিয়ন বাস্পীভুত হওয়ার সম্ভাবনা আছে।
সরকারী চাকুরেরা চাকুরী হারায়েছে আমাদের দেশের গার্মেন্টস কর্মীদের মতো, কাউকে জানানোও হয়নি; রাতে ইমেইল করেছে, কাল থেকে কাজে যেতে হবে না; ইহা আমারিকানদের বিশ্বাসে আঘাত হেনেছে। এদিকে একই সাথে চীন, মেক্সিকো, কানাডা ও পুরো ইউরোপে মানুষ চাকুরী হারাতে থাকবে; সারা বিশ্ব বিশৃংখলার মাঝে নিমজ্জিত হয়েছে; এই সময় বাংলাদেশ কোনভাবেই কোনধরণের সাহায্য পাবে না।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৩৯