কখনো ভেবে দেখেছিলেন, ভারতে কেন মিলিটারী ক্যু হয়নি? পাকিস্তানে কেন মিলিটারী ক্যু হয়েছিলো?
চীন হলো ভারতের জন্য শত্রু দেশ; সেই দেশে ড: ইউনুস গিয়েছিলেন ভিক্ষা করতে; ভিক্ষা করার সময় ওখানে তিনি বলেছেন যে, "সেভেন সিষ্টারের সমুদ্রে যারার পথ নেই, সমুদ্রের মালিক বাংলাদেশ"; ইহা বলার কি দরকার ছিলো? আপনি হলে বলতেন?
ড: ইউনুসের সাময়িক সরকার কারা গঠন করে দিয়েছে? এই দেশের মানুষ, নাকি আমাদের মিলিটারী? আমাদের মিলিটারী কি শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে, নাকি কোটা আন্দোলনের ছেলেপেলেরা? হাসিনার সরকারের পতন ঘটায়েছে আমেরিকান দুতাবাস; তারা ইহা করেছে আমাদের মিলিটারীকে ব্যবহার করে; কোটা আন্দোলন করায়েছিলো আমেরিকান দুতাবাস। তারা শেখ হাসিনার সরকারকে সরানোর সময় ঠিক জিয়ার সময়ের মতো, বা এরশাদের সময়ের মতো মিলিটারীকে সামনে আনেনি; ইহাই হলো আমেরিকানদের সৃজনশীলতা।
এই পুরো প্রসেস আমেরিকা করেছে যাতে আমাদের দেশের মানুষ আমেরিকান ক্যু'কে বুঝতে না পারে, ও মিলিটারীর বিপরিতে না'দাঁড়ায়। শুধু মিলিটারী ক্যু করলে, আওয়ামী লীগের সমর্থকেরা এ্তদিনে বেরিয়ে যেতো ও মিলিটারী ওদের থামাতে পারতো না। আওয়ামী লীগ যাতে মাঠে নামতে না'পারে সেজন্য আমাদের বখে যাওয়া ছাত্র শ্রেণী ও মোল্লাদের জড়ো করেছে মাঠে। মোল্লারা পাকিস্তান ভাংগার বিপক্ষে দাঁড়ায়ে ছিলো ১৯৭১ সালে; তারা যুদ্ধ করে পরাজিত হয়েছিলো; সেই কষ্ট নিয়ে এই দেশে তারা বাস করেছিলো। আমেরিকা তাদেরকে এবার কৌশলে সামনে এনে খুশী করেছে। মোল্লারা যা পড়ে টড়ে, তাতে ওদের মৈলিক জ্ঞান বিলুপ্ত হয়ে যায়।
জামাত, শিবির ও মাদ্রাসার মোল্লারা মানুষের জীবনকে নিয়ে যা ভাবে, ইহা ৩/৪ হাজার আগের মানুষের ভাবনা; এভাবেই মোল্লারা ও জামাতের মতো লোকেরা বেশীরভাগ মুসলিম দেশেগুলোতে জংগীবাদের সৃষ্টি করেছে; ইয়েমেন, আফগানিস্তান, লেবানন, সিরিয়া, সুদান, লিবিয়া, পাকিস্তানকে শেষ করেছে।
মোল্লারা মুসলিম সব দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাকী ছিলো বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। ব্লগের লেখাগুলো থেকে এসব বুঝতে আপনার কত সময় লেগেছে? জুলাই মাস থেকে কতজন ব্লগার টের পেয়েছে যে, ইহা আন্দোলন নয়, ইহা আমেরিকান ক্যু?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৫