ট্রাম্পের শুল্ক প্রয়োগের ফলে, আজকে আমেরিকান ষ্টক মার্কেট রক্তাক্ত হয়ে গেছে; আমেরিকার ৭টি ষ্টক ( এ্যাপল, মাইক্রোসফট, নিভেদিয়া, এমাজান, গুগল, মেটা ও টেসলা ) ৯০০ বিলিয়ন ডলার হারায়েছে; সামনে আরো হারাবে।
ট্রাম্পের শুল্কের মুল লক্ষ্য চীন, ভিয়েতনাম ও ভারত; এই জাতিগুলোকে সে এত ধনী হিসেবে দেখতে চাহে না। সে দেশ প্রেমিক নয়; কিন্তু সে চায় যে, বিশ্বের কন্ট্রোল থাকতে হবে "সাদা মানুষের" হাতে, এবং সেটা আমেরিকান হলে খুবই ভালো।
গত ৩৫ বছরে, লোভী আমেরিকান ব্যবসায়ী ও তাদের নিযুক্ত প্রেসিডেন্টদের ভুলের কারণে আমেরিকার দামী ম্যানুফেকচারিং চলে গেছে চীন ও মেক্সিকোর হাতে। সে তার ১ম টার্মে চীন থেকে কিছু ম্যানুফেকচারিং আমেরিকায় ফিরায়ে আনার চেষ্টা করেছিলো কৌশলে, উহা সামন্য কাজ করেছে; কিন্তু লোভী আমেরিকান ব্যবসায়ীরা হালকা ম্যানুফেকচারিংকে ভিয়েতনামে নিয়ে গেছে।
সে ভাবছে যে, ভারতের প্রচুর লোকজন আমেরিকার মুল টেকনোলোজীতে কাজ করছে; এরা ক্রমে আমেরিকার টেকনোলোজীকে নকল করে, ভারতে ম্যানুফেকচারিং গড়ে তুলবে।
সে ইউরোপকে শাস্তি দিতে চাহেনি; কিন্তু ইউরোপিয়ান অনেক নেতারা ট্রাম্পকে পছন্দ করে না; তাই, এই সুযোগে সে তাদের জনপ্রিয়তা কমায়ে শাস্তি দিতে চাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১১:২৯