নিউইয়র্ক শহরের রাস্তায় পার্ককরা গাড়ীগুলো দেখলে আপনার মনে হবে যে, আপনি জাপানে আছেন: রাস্তার পাশে পার্ককরা গাড়ীর মাঝে ১টিও আমেরিকান গাড়ী নেই; সবাওয়েতে চড়লে দেখবেন যে, সব কানাডায় তৈরি। ইলান মাস্কের Tesla গাড়ী ও পার্টস বেশীরভাগ চীনে তৈরি।
যারা আমেরিকায় গাড়ীর কারখানায় টেকনিশিয়ান হিসেবে চাকুরী করে, আরো ১ যুগ আগেও তাদের বেতন ছিলো ঘন্টায় গড়ে ৪০ ডলার; বিদেশী গাড়ীর চাপে ও আমেরিকান গাড়ী চীন, মেক্সিকো ও কানাডায় কম খরচে তৈরি হওয়ায় আমেরিকার গাড়ী কারখানার শ্রমিকেরা এখন ওয়াল মার্টে চাকুরী করছে ঘন্টায় ১২ থেকে ১৫ ডলারে।
আমেরিকায় যেই গাড়ীটি তৈরি করতে ৭০০০ ডলারের শ্রম লাগে, কানাডায় বানাতে লাগে ৪০০০ ও মেক্সিকোতে লাগে ৬০০ ডলার।
আমেরিকান জাতীয়তাবাদীরা ইহা বুঝতে পেরেছে যে, বিদেশে উৎপাদন করার ফলে আমেরিকানদের আয় কমে গেছে, অন্যদিকে চীনারা ও মেক্সিকানরা ভালো থাকছে।
**** উৎপাদান ব্যবস্হা দেশে ফেরত আনার একামত্র উাপায় হলো উঁচু হারে শুল্ক আরোপ; ট্রাম্প ইহাই করার চেষ্টা করছে।
আমেরিকায় ঘন্টায় গড়ে ২০ ডলার বেতন দিয়ে গার্মেন্টস তৈরি করলে, এখন যেসব কাপড় ২০ ডলারে কেনা যায়, উহার দাম হবে ১০০ ডলারের উপরে। ফলে, গার্মেন্টস আমেরিকায় তৈরি সম্ভব নয়। গার্মেন্ট তৈরি হবে ভারতে, ভিয়েতনামে, বাংলাদেশে ও আফ্রিকায়। তবে, শ্রীলংকা যেভাব গৃহযুদ্ধ করে গার্মেন্টস শিল্প হারায়েছে, বাংলাদেশে "৩৬ শে জুলাই বিপ্লব" হলে ও জুলাই বিপ্লবের প্রতারকেরা দেশ দখলে রাখলে, গার্মেন্ট শিল্প ভারত, ভিয়েতনাম ও আফ্রিকায় চলে যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭