আপনারা অনেকেই ব্লগে লিখেছিলেন যে, শেখ যখন বাকশাল করার কথা বলছিলেন (১৯৭৪ সাল ), সেই সময় শেখ অনেক পত্রিকা বন্ধ করার কথা বলছিলেন। যারা এসব পত্রিকার জন্য আজও অশ্রুপাত করেন, তারা কি জানতেন যে, শেখকে হত্যা করার আগের থেকেই অনেক পত্রিকা শেখ হত্যার জন্য দরকারী মনোভাব গড়ার কাজে মন দিয়েছিলো?
বাংলাদেশের অনেক পত্রিকাই আসলে আজও টেব্লয়েট ছাড়া অন্য কিছু নয়; ৩য় বিশ্বের টেব্লয়েটগুলো অশিক্ষিত মানুষদের বিভ্রান্ত করে থাকে।
সাংবাদিক মাহমুদুর রহমান, বেগম জিয়া কিংবা মোল্লা শফিকে যদি মিডিয়া চালানোর ভার দেয়া হতো, কোন ব্লগ কি চালু থাকতো? আমি তো দুরের কথা, ব্লগার ভুয়া মফিজও ব্লগিং করার সুযোগ পেতেন না।
গত আটমাসে সোস্যাল মিডিয়ায়, যেভাবে ভারতকে "চরম জাতীয় শত্রু" হিসেবে চিহ্নিত করা হয়েছে, উহা কি বাংলাদেশ সরকারের প্রোপাগান্ডা ছিলো, নাকি জনতার পক্ষ থেকে করা হয়েছে? আমাদের জনতার বড় অংশ ভারত নিয়ে যেই মনোভাব পোষণ করেন, উহা কি সঠিক? সোস্যাল মিডিয়ায় বাংগালীদের মনোভাব ভারতের সরকারকে ভুল সিগন্যাল দিচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০২