লাখ লাখ আওয়ামী সাপোর্টার পরিবার ফেলে লুকিয়ে আছে, যারা কোন প্রকার অপরাধের সাথে যুক্ত ছিলো না; এসব মানুষ কাহাদের ভয়ে লুকায়ে আছে? এরা লুকায়ে আছে ১৯৭১ সালের রাজাকার, জামাত ও ইসলামী ছাত্র সংগের নতুন জেনারেশন, "রগকাটাদের" (শিবিরের) ভয়ে। লাখ লাখ পরিবার মৃত্যু ভয়ে ভীত, সেখানে কিসের ঈদ?
এসব পরিবারের পক্ষে ড: ইউনুস কিছু বলেছে? নিরপরাধ আওয়ামী সাপোর্টারদের রক্ষার জন্য ড: ইউনুস কোন ব্যবস্হা নিয়েছে? আমেরিকা শিবিরকে তাদের ক্যু'তে ভাড়া করেছিলো মাঠ দখল করতে ও ছাত্র হত্যা করে মানুষকে রাস্তায় আনতে। আমেরিকা আমাদের মিলিটারী দ্বারা শিবিরকে শক্তিশালী করেছে রাস্তায়।
ড: ইউনুস ও মিলিটারী এখনো আমেরিকার নির্দেশে শিবিরকে রক্ষা করে চলেছে, আরেকটা রাজনৈতিক দল করতে দিয়েছে। এই হচ্ছে বাংগালী জাতির আমেরিকান ঈদ।
লাখ লাখ পরিবার মৃত্যু ভয়ে ভীত, সেখানে কিসের ঈদ?
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:০৫