স্বাধীন বাংলাদেশের মিলিটারীকে কিনে নিয়ে আমেরিকা ১ম ক্যু করেছিলো (১৯৭৫ সাল); শেখ হত্যার পর, আসলে আমরা সবই হারালাম: আমাদের স্বাধীনতার কোন মুল্য রলো না, আমরা ঠিক আগের মতো পাকিস্তানে পরিণত হলাম; শুধু নামটা ছিলো বাংলাদেশ; আইয়ুব ও ইয়াহিয়ার স্হলে জেনারেল জিয়া। জিয়ার বুটের ভয়ে ব্যুরোক্রেটরা কিছুটা হলেও কাজ করতো; জিয়া ১৯৭১ সালের পতিত লোকজনকে জড়ো করে, বুট দেখায়ে কাজে লাগালো; করাচীর বস্তির মতো জীবন গড়ে উঠলো।
যাক, লোক সংখ্যা কম থাকায় (১৯৭৫ সাল, ৮ কোটীর থেকে কম ) ও মানুষের জীবনযাত্রার মান খুবই নীচু হওয়ায়, মানুষ নিজের থেকেই চলতে থাকে, যেভাবে চলেছে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল অবধি।
কিন্তু এবারের অবস্হা ভিন্ন: ক্যু করা হয়েছে বাইডেনের আদেশে; ক্ষমতায় এখন ট্রাম্প। আজকের এইদিনে (শুক্রবার, ৩/২৮/২৫ ), আমেরিকানরা দিশেহারা: বেকসরকারী মানুষ ইলান মাস্ক সরকারী চাকুরেদেরকে বিনা নোটীশে ফায়ার করছে; ফোর্ড গাড়ী তৈরি হয়েছে মেক্সিকোতে, উহাকে আমেরিকায় আনতে শুল্ক দি্তে হচ্ছে শতকরা ২৫ ভাগ; এদিকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন বিলুপ্ত। এভাবে প্রতিদিন ভয়ংকর কিছু ঘটছে; সেই ট্রাম্পের হাতে বাংলাদেশ!
এখন দেশের মানুষের জীবনযাত্রার মান ১৯৭৫ সালের মতো নেই, সবাইকে বিল দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, খাবার কিনতে হয়, ঔষধ কিনতে হয়, পড়ালেখার ফি দিতে হয়। এখন ১৯৭৫ সালের মতো জীবন নেই। ড: ইউনুসের প্রতি কারো আস্হা নেই; জামাত ও শিবিরেরা জংগী ও অপদার্থ; বিএনপি'র সবাই চোর! এবার দেখুন কি হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩০