সঙ্গম দাও, না হয় সংসার
যদিও বিপণ্যা নারী বিনোদিয়া শাড়িতে টইটুম্বুর নদী
আমারে ঝুলায়ে রেখেছো মৃত্যুকালাবধি
পাদটীকা :
সে হায় কিছুই দিল না; না সংসার, না সঞ্জীবন
তার তীর্থের পানে চেয়ে চেয়ে পুড়িল নয়ন
আমি তো মানুষ বটে, মরুজীবনে পানি চাই পানি চাই
ও এতো নিঠুর কেন? ওর কি কোনো দয়ামায়া নাই?
পুনশ্চ : প্রথম লাইনটাই যথেষ্ট। যাঁরা ধোঁয়াশার ভেতরে ঢুকতে চান, তাঁদের জন্য ক্রমান্বয়ে পরের লাইনগুলো।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬