১
একটা বড় পুকুর। গাঁয়ের লোক এটাকে দিঘিও বলে। দিঘির অপর পাশে একটা খাল আছে। সেই খালপাড়ের এক ছেলে একদিন বঙ্গোপসাগরের তীরে নামলো। নেমেই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, এইডা আবার কোন্ খাল?
খালটার প্রস্থ কতো?
২
ঐ পুকুরে সকাল-দুপুর-বিকেল সারা গাঁয়ের মানুষ গোসল করে।
এক দুপুরে পুকুরের এক পাড়ে অনেক মানুষকে জড়ো হতে দেখা গেলো। তাদের মাঝখানে দুজনে তুমুল তর্কাতর্কি করছিল। এ দুজনের মধ্যে একজনের একটা সাবান হারিয়ে গেছে, সে অপর জনকে দোষারোপ করছে।
তুই আমার সাবান চুরি করতে পারলি? দাঁড়া, মাকে বলে তোকে আজ মার খাওয়াবো।
অন্যজন বলছে, তুই আমাকে চোর বললি? দাঁড়া, দাদাকে বলে তোকে আজ মার খাওয়াবো।
এদের মধ্যে সম্পর্ক কী?