আমার এখানে টুকরো টুকরো উদাসী অলস মেঘ
রেশমি ছাতার বৃষ্টি
মেঘদরজায় তার অপরূপ একফালি ঝুম্দৃষ্টি।
তার ওখানে বৃষ্টি কি আজ হলো?
নিত্য ছড়ায় ডালপালামূল বুকের বটবৃক্ষ
পায়ের তলায় ঝরনা খোঁজে নিগূঢ় অন্তরীক্ষ।
সাঁঝবেলাতে নামবে বৃষ্টি আজ
কুন্তলে তার পরিয়ে দেব হাসনাহেনার তাঁজ
০৬ আগস্ট ২০০৮
লাইপোমা অপারেশন করিয়ে ঘরে বসে আছি, তাই পুরনোগুলোই ছাড়ছি।
কৌতুক আসছে


সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১২