দোয়া কররেন যাতে একটা ভালো ঘুম হয়
ভালো একটা স্বপ্ন দেখি
ঘুমে থাকা সময়ে যেন বিদ্যুৎ চলে না যায়
সবচাইতে বড় কথা ঘুম থেকে যেন আবার জেগে উঠি
আমাদের কোনোকিছুরই তো নিশ্চয়তা নাই
ছোট ভাইটা মাসড়কের পাশে ট্রাকের ধাক্কায় মুহূর্তে ডেডবডি হয়ে গেলো কিনা
মেয়েটা কি স্কুল থেকে ফিরলো? দশ মিনিট দেরি হলেই বুক দুরুদুরু- কিডন্যাপ্ড
এ্যান্ড রেইপ্ড, ফাইনালি স্লটার্ড- কতো স্বাভাবিক নিয়মে অহরহ এসব ঘটে যায়
বউটা ইলেকট্রিক শক খেলো না তো- ছোট ছেলেটা ছাদের কিনারে ঘোরাঘুরি করে- অফিসে মন বসাবো কিভাবে যখন এসব অলক্ষুণে ভাবনায় ত্রস্ত থাকি- এ বুঝি আরেকটা দুঃসংবাদ নিয়ে কেউ দৌড়ে এলো
কাল সকালে চাকরিটা থাকবে তো?
ভীষণ অনিশ্চয়তার মধ্যে আরও একটা দিন তাহলে গেলো!