তুমি লেখো আর ভাবো, রোজ রোজ আমি গিয়ে গোপনে পড়ে আসি তোমার দ্রোহকথা
জেনে রাখো, আমিও লিখে রাখি দেয়ালে দেয়ালে তোমার ইতিহাস, রোজকার কৃতঘ্নতা
সন্ধির কথা বলে বহ্নিতে ঘৃত ঢালো, এ তোমার জন্মজাত কুটিল স্বভাব
তারপর আহাজারি, শুরু হয় ডিপ্রেশন, লোকদেখানো দাহ-অনুতাপ
তুমি কি ছিনাল তবে? তার চেয়ে ভালো হতো, হতে যদি পথের সারমেয়
আকাশে ছিটিয়ে থুথু আমার কী করো ক্ষতি? নিজেকেই করো তুমি হেয়