
টেপির মা,
ও টেপির মা মেঘনায় বলে লন্চ ডুইবা কত মানুষ মড়ছে। তুমি কেমন আছ? সকাল থেইক্কা মেঘ পড়তাসে। এই বাদলা দিনে কামে কারো মন নাই। হগ্গোলেই যার যার কামে ব্যস্ত। কেউ ফোনে আর কেউ আমার মতো চিডি লেহে। আর বেবাকতে ঘুমায়।
তোমাগো লাইগ্গা খুব চিন্তা অয়। দেশে বলে বিরাট গন্ডোগল অইতাসে। পোলা ডারে ইস্কুলে আনা নেওয়ার সময় সাবধান থাইক্কো। মাইয়াডারে ওর দাদির কাছে থুইয়া যাইও। কান্দাকাডি করলে করবো, কনে লইও না। বাজারে জিনিস পত্তর বলে মেলা দাম অইছে। আবার লাগছে গন্ডোগোল। অহন তো আরো বাড়বো। বেতন তো আর বাড়ে না।
সরকার কয় দেশে খালি শান্তি আর শান্তি। বিরোধী দল কয় দেশে অশান্তি আর অশান্তি। আমি খালি কই তোমার চিডি আহেনা কেন ? আমার পেরেশানি বাড়াইও না । চিডি দিও। ফুন একটা কিনছি তোমার লাইগ্গা। কেউরে পাইলে পাডাইয়া দিমু। রতন মাস্টাররে কইও কেমনে চালান লাগবো তোমারে হিগাইয়া দিবোনে। আইজকাল হেও বলে ব্যস্ত মিছিল মিটিং লইয়া।
টেপির মা , তোমাগোরে দেখতে খুব মনে লয়। কিন্তু ডলারের দাম যেমনে বাড়ছে আইতে গেলে মেলা খরচ। পোলা - মাইয়ার ভবিষ্যত ভাইব্বা আইতে মন চাইলে ও খরচের চিন্তা কইরা মনের আসা মনে থুইয়া দিসি। নিজের দিকে খিইয়াল রাইখো। আম্মারে সালাম আর কদমবুচি জানাইয়ো।
ইতি
তোমার সারুক খান।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১২ সকাল ১০:৪৭