আকাশ বেয়ে রাত্রি নামে বুকে
নিবিড় হয়ে নামে চোখের তারায়
আমার যত আলোর ছিল দাবি
জ্বলছে তারা আজ তোমাদের পাড়ায়
মুঠো খোলা চুড়ির মতো তুমি
ছড়িয়ে গেছ, গড়িয়ে গেছ দূরে
প্রাচীন বটের পাশে একা আমি
কথা খুঁজি মাটির প্রাচীর খুঁড়ে
কথারা সব ফানুস হয়ে ওড়ে
ছেড়ে গেছে স্মৃতির ভিটেমাটি
তুমিও আজ বানকুড়ালি ঘুড়ি
আমি গাঢ় রাতের সাথে হাঁটি
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬