ভূমিহীন কৃষিকের স্বপ্ন-সাধ
উইড়া যায় রে বক পক্ষী
পইড়া থাকে মায়া
কাজল জলে পড়লো কনে
তোমার কাজল ছায়া
কাজল জলে কাজল ছায়া
হরণ করল মন
কবুল কবুল-- কন্যা, তুমি
আমার আপনজন
সাত পুরুষের ভিটামাটি
গেছে কালে ধুইয়া
আসো বন্ধু চোখের ঘরে
থাকবা মণি হইয়া
ভূমিজীবীর পোলা আমি
জানি কৃষি কাজ তো
যদিও এই শহরে এহন
মনিব পূজায় ব্যস্ত
তুমি সোনা হইলে মাটি
হইলে চাষের ক্ষেত
তোমার মাঝে বুনবো আমি
সোনার ধানের রেতঃ
১০/১১/২০১৮ বাকিটুকু পড়ুন