আমার মুঠো ভর্তি ধুলোর গল্প আজও লেখা হয় নি,
এখনও অলিখিত রয়ে গেছে পকেটের মাঠে হাওয়ার গোল্লাছুট,
দাাঁড়িয়াবান্দা খেলার কিচ্ছা
তৃতীয় বিশ্বের এক পুরুষ কতটুকু আর পারে শব্দের ডালে স্বপ্ন ফোটাতে
অভাবী সংসারের চুম্বনোপযুক্ত পুরু ঠোঁটে ঠোঁট রেখে।
আমারও আছে মাঠ মাঠ ঘাসের গল্প
সন্ধ্যার ছাদে অপসৃয়মান চাঁদের আখ্যান,
নিজস্ব ষোড়শী নদী-
কিন্তু আমি আর কতটুকু পারি
নদী যেমন পারে দীর্ঘ শীত মরে খেকে
দু’কূল গিলে ফেলতে শ্রাবণে-ভাদ্রে।
কারো কারো জীবন ফুরায় দুটো ফুটো কড়ির আশায়
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৬