খইয়ের মতো ফুটছে আলো অন্ধকারের ফাঁকে
চলার পথে থমকে দাঁড়াই, দেখছি আমি কাকে?
সে কি আমার হারিয়ে যাওয়া চিরচেনা কেউ
নইলে কেন বুকের মাঝে উথলে উঠে ঢেউ
সাত সাগরের! অন্ধকারে জানি না তো সে কে?
কেন আসে চেনা গন্ধ হঠাৎ তাকে দেখে।
সে কে? কে সে?
গভীর ভালোবেসে
সে কি ছিল কাছে আমার
নিয়েছিল ব্যথার ভার
কোনোদিন? রঙিন প্রজাপতির মতো মরে গেছে
শীতের কুয়াশায়,
আজ, হ্যাঁ, আজ তাই
ফেলে আসা দিন মনেহয় তাকে
অর্বুদ সময় পাড় হয়েও আর পাবো না যাকে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩