কাজের বিনিময়ে খাদ্য। এটাই আমার জীবন। পরিবারকে সাপোর্ট দিচ্ছি, যতটুকু পারছি। ভালো ভাবে চলে যাচ্ছে জীবন, যাবৎ জীবন কারা প্রাপ্ত প্রবাস জীবন।
ব্লগে নতুন নই, কিন্তু কতৃপক্ষ নিকটা ছেড়েছে (জেল থেকে), অনেক দিন পর!
ইদানিং প্রচুর ব্যাস্ত, তবুও সময় পেলেই চলে আসি। ব্লগ দেখতে। দেশকে দেখতে। এত কাছ থেকে মাটির গন্ধ আর কোথাও পাইনি এখনও, যা আমি এ এখানে এলে পাই।
দু:খ পাই - যখন রাজাকার ধর্মের আড়ালে লুকায়।
দু:খ পাই - যখন ধর্ম, রাজাকারদের আড়াল করার অবকাশ পায়।
দু:খ পাই - যখন ১৯৭১ এর পরে জন্ম নিয়েও স্বাধীনতাকে ছোট করে।
খুশী হই, এই প্রবাসেও নিজের সন্তানদের সাথে বাংলায় কথা বলতে পারছি।
খুশী হই, যখন বাচ্চারা, আমাদের (বউ এবং আমি) আঞ্চলিক ভাষার কথাও বুঝতে পারে।
খুশী হই, যখন বাচ্চারা, নিজেদেরকে "বাংলাদেশী" পরিচয় দেয় বন্ধুদের কাছে (যদিও তাদের জন্ম প্রবাসে এবং ডুয়েল নাগরিক।
পরে আবারও লিখবো আশা রাখছি। সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬