পূর্বপ্রকাশ: (কাজের বিজ্ঞপ্তি) ফোরাম লিংক পোষ্টার আবশ্যক
কাজের বিবরণ:
১. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ব্যাকলিংকের গুরুত্ব অপরিহার্য। আর ওয়েবসাইটের সম্পর্কিত ফোরাম থেকে ব্যাকলিংক পেতে হলে ফোরামের আলোচনায় নিয়মিত অংশগ্রহন করতে হয় এবং সুযোগমতো স্থানে কিংবা সিগনেচার অপশন লিংক রেখে আসতে হয়। তবে অহেতুক লিংক দিলে ফোরামের এডমিনরা একাউন্টগুলোকে ব্যান করে দিতে পারে।
২. এই মূহুর্তে পূর্বে ফোরামে অংশ নিয়েছেন, এবং লিংক বিল্ডিং করেছেন, এমন একজন লিংক বিল্ডার আবশ্যক।
৩. যেহেতু লিংক বিল্ডারকে ওয়ার্ডপ্রেস ভিত্তিক সাইটের জন্য লিংক পোষ্ট করতে হবে, তাই অবশ্যই তার ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
৪. থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম, থ্যাংকস ফর শেয়ারিং টাইপের পোষ্ট গ্রহন করা হবে না।
৫. লিংক বিল্ডারকে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত ফোরামের ঠিকানা দেয়া হবে, নিয়মিত তার পোস্টিংয়ের মান পরীক্ষা করা হবে। প্রথমে এক সপ্তাহের জন্য কাজ দেয়া হবে। ফলাফল মানসম্মত হলে একমাসের জন্য কাজ দেয়া হবে।
৬. ৩০ দিনে কমপক্ষে ৬০০ টি লিংক পোষ্ট করতে হবে।
৭. কাজে আগ্রহী ব্যক্তিগণকে এই ঠিকানায় ইমেইল করে তাদের পূর্ব অভিজ্ঞতার (ফোরামের আইডি) পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
কাজের সম্মানী: প্রথম সপ্তাহের জন্য কোনো সম্মানী দেয়া হবে না। ফলাফল মানসম্মত হলে, প্রথম মাস শেষে ২,৫০০ টাকা দেয়া হবে।
কাজের গুরুত্ত্ব: জরুরী ভিত্তিতে আবশ্যক।
১. ২৬ শে জুলাই, ২০১১ সকাল ১১:৫১ ০