তুমি আমার কোনদিন হবে না ,
আবার সারাজীবনই আমার থেকে যাবে ।
কেমন করে ,
জানো তুমি তা যেমন ,
জানি আমিও তা তেমনি ।
কারো কোনো দৃষ্টি তা দেখবে না
কখনো চোখ মেলে ।
ছুয়ে যাবে না কারো কোনো হাত ,
কোনো অনুভুতির ম্যারপ্যাচে ।
দু'জনার অন্তরের মিলন মেলা ,
চলবে আমৃত্যু ।
বন্ধু , ভুল কি হলো ,
ইট কাঠের দেয়াল
তা স্পর্শ না করলে ?
ভুল কি হলো ,
এ-কি ছাদের নিচে বিচরণ না করলে ?
বন্ধু ভুল কি হলো ,
আলোছায়ায় মিষ্টি হিমেল হাওয়ায় ,
পাশাপাশি হেঁটে না বেড়ালে ?
বন্ধু ভুল কি হলো
গোধুলির সন্ধিক্ষণে ,
বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে ,
চোখে চোখ রেখে আনমনা হয়ে
ভালবাসি , না-ই বললে ?
রয়েছি তো দু'জন
শুধুই দু'জনার জন্য .....
হৃদয়ে হৃদয় ঘেষে ...
একান্ত আপনার হয়ে
আমৃত্যু,,,,,,,,,,,,,,,,,,,
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭