নিঝুম নিশিতে আড়ালে আবডালে বসে,
ভাবছি আনমনে ,,,,,,,,,,,,,
জলে স্থলে স্বপ্নের ঘুড়ি উড়াবো,
এসো চিৎকার করে গেয়ে যাই,
চলো হৃদয়ের,
একুল ওকুলে বাউলা বাতাস উড়াই ৷
সমুদ্রের তলদেশ থেকে মাটি ছিনিয়ে
আনি, বালুচর গড়ি, আবাস বানাই,
রঙবিহীন রঙ উড়াই, হৃদয়ের লেনা-দেনা
করি ,,,,,,,,,,
বন্ধু যদি বলোই তবে, হাতটি বাড়াও,
এই হাতেই রাখো হাতটি তোমার ৷
এতটা পথ দিয়েছি পাড়ি, তবে কেন রয়েছি অচেনা ?
স্বপ্নেরা আজও খুঁজে যায়, বুকের পাজরে
লিখে যায়, পাহাড়ের গা ঘেষে মেখে যায়,
তোমার আমার মনের সুপ্ত বাসনা,,,,,,,,,,,,
হৃদয়ের একান্ত কামনায়, রয়েছি দু'জন
দু'জনাতেই মিশে হৃদয়ের অন্তরালে,
আদর এবং মমতায় ,,,,,,,,,,,
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১