স্যার লিখেন মাঝে মাঝে। উট পাখির মত মাটিতে মুখ ও লুকিয়ে রাখতে পারেন বেশ। প্রলয় শেষ হলেই মাথা তুলে দাড়ান, নিজের সুবিধা বুঝে। চুরি করা বেড়ালের মত চুপিচুপি চশমাটা নাকের ডগায় রেখে উপর দিয়ে ইতিউতি তাকান। আবার গৃহস্তের চোখে পরলেই পালিয়ে বেড়ান বিড়ালের মত ন্যাজ গুটিয়ে। সাদাসিধে কথা লিখেন, সরল গরল ও লিখেন। নবজাতক জাতিকাদেরদের কানে কানে মুক্তিযুদ্ধের গল্প বলেন বেড়ান নিজের মত করে। তোমরা যারা এটা সেটা কর সেটিও লিখেন এক চোখা হয়ে । সময় সময় বিজ্ঞানী ও হয়ে যান ড্রোন ও আবিস্কার করে ফেলেন মুড়ির ঠোঙ্গার কাগজ দিয়ে। সে এক বিশাল প্রতিভা।
উনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেন , আবার শাহবাগে গিয়ে বিচার চাইনা ফাসি চাই এর পক্ষে ন্যাজ গুটিয়ে রাস্তায় বসে যান। উনি ছাত্র শিবিরের তরুণ ছেলেদের জন্য আফসোস করেন , ওরা শিবির করে নস্ট হয় যায় বলে। ছাত্র লীগের হাতে ধর্ষিতা আর লাঞ্ছিতা নারীদের কথা লিখেন না গলায় দড়ি দেয়ার ভয়ে। বুয়েট সহ সারা দেশ ব্যাপী এই সাত বত্সরে ছাত্র লীগের হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র লীগের হাতে লাঞ্চিত শিক্ষকদের কথা তিনি লিখেন না পদ পদবির লোভে। প্রশ্ন পত্র ফাস হওয়া নিয়ে লিখেন সরকার কে আড়াল করে কতিপয় দুষ্টু লোকের কাজ বলে।
কিন্তু গত কাল স্যার শিক্ষক দের মান অপমান নিয়ে লিখলেন উনার গায়ে লাগছে বলে ।
স্যার লিখলেন যখন বেতন ভাতা আর আমলাদের সাথে পদ মর্যাদা নিয়ে যখন শিক্ষক গণ আন্দোলন মুখর। মান অপমান লিখতে গিয়ে স্যার কিন্তু এখন যে ছাত্র লীগের হাতে শিক্ষক নিগ্রহের কথা ও লিখলেন। বাহ : বাজাও তালিয়া। স্যার কানে কানে একটা কথা জিগ্যেস করি আপনাকে।
হুম বল :
স্যার কি আবারো গলায় দড়ি দেয়ার ইচ্ছে হলো নাকি ? কেন কি হয়েছ বলতো , না স্যার বলছিলাম কি আপনার লেখায় ছোট্ট করে ছাত্রলীগের হাতে শিক্ষক লাঞ্চনার বিষয়টি উঠলো তাই আর কি। স্যার চশমার উপর দিয়ে ডানে বামে একবার চোখ গূরিয়ে নিলেন। আরে নাহ : এগুলো ছাত্র লীগের কাজ না , কতিপয় দুষ্টু লোক স্বাধীনতার চেতনা বিরোধী শিবির টিবির ছাত্রলীগে অনুপ্রবেশ করে এই অপকর্ম গুলো করছে। তাই ছাত্র লিগ কে সতর্ক করতে এই কথাটা লিখলাম আর কি।ও আচ্ছা, জি স্যার।
আচ্ছা তোমাকে দেখেতো খুবই তরুণ মনে হচ্ছে ,কিন্তু তোমার কথাবার্তায় তো রাজাকারদের মত মনে হয়।
না স্যার আমার জন্ম তো স্বাধীনতার অনেক পর আশির দশকে। ঠিক আছে কিন্তু তোমার চেতনায় রাজাকারের আচর ভর করেছে।
আসো তোমাকে একটা মুক্তিযুদ্ধের গল্প বলি। জি স্যার জিয়ে বাংলা। মানে ? না স্যার জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২