কাজী নজরুলের এই কবিতাটি যতবার পরি এবং শুনি ততোবারই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে উঠে।
আবার ঈমান আনো
--কাজী নজরুল ইসলাম।
জাগ্রত কর মুক্ত হৃদয়
আবার ঈমান আনো,
কোথা ইসলাম?
সে পথের পরে সন্ধানে দিঠে হানো।
মুসলমানের সংখ্যা করোনা
নাম ধাম পরিচয়ে,
খুঁজে দেখো আছে কিনা মানুষ কোথাও
ইসলাম বুকে লয়ে।
মিছে না রয়ে তাকবির
শুধু গগন বিদারি স্বর,
মনের গহনে পরো কানে কানে
আল্লাহু আকবার।
বিশ্বেরে তুমি দেখাবে আলোক
নিজেই অন্ধকারে,
নিজে যে অমানুষ
পুর্ন মনুষ্যত্ব তুমি শেখাবে কারে?
যাহার জ্যোতিতে রোস নাই হলো
মানুষের অন্তর,
সেই মানবতার দীপ জেলে
করো উজালা আপদ ঘর।
কিতাব হইতে শুধু ইসলাম
শব্দটি নিও নাকো,
মুসলিম তুমি কভূ নও,
যদি অমানুষ হয়ে থাকো।
মিথ্যারে যদি মিথ্যা জেনেও
করো তারে পায়রাবি,
আল-আমিন সে মোহাম্মাদরে (সঃ)
বলোনা তোমার নবী।
নেতা হয়ে যদি অপরাধী হও
বিবেকের সম্মুখে,
ওমর ফারুক আলী হায়দার নাম,
নিয়ো নাকো মুখে।
চির বিপ্লবী ভুমিকা তোমার
মুসলিম তুমি হও,
জামানার স্রোতে বয়ে যাও যদি -
মুসলিম তুমি নও।
দুনিয়া জুড়িয়া পাপের বেসাতি
মিথ্যার জিন্দেগী,
শেষ জীবনে বাচিঁয়া করিবে
আল্লার বন্দেগী?
মুসলিম যেবা সত্যের পথে
করে সে ইস্তেহাদ,
ভেতরে বাহিরে সংগ্রাম তার
পদে পদে সংঘাত।
সত্যের তরে সেই সংগ্রামে
অক্ষম যদি হও,
ভন্ডামী ছাড়ো!
নাম ফেলে দাও বলো মুসলিম নও।
কুকুরের মতো হিংস্রতা নিয়ে
শকুনের মত লোভ,
মুসলিম নাম বয়ে বেড়ানোটা
পরকালে ফেলা টোপ।
আল্লাহ সে টোপ গিলিবেনা কভু
ধর্মও ভুলিবেনা,
সত্যের কাছে শুধু আকরুণ বাড়ে
মিথ্যের দেনা।
তোমার ঘরেতে অঢেল,
তোমার হামছায়া মরে ভুখে
মুসলিম তুমি নও,
নবীর বানী ভুলিয়াছো সুখে।
জুলুমে ক্লিষ্ট মানুষের মুখ দেখে
টলে নাকো হিয়া,
সেই পাষণ্ড আজ চলে যায়
মুসলিম নাম নিয়া।
চির মানুষের আলোক দিশারী,
কোথা সে মুসলমান?
চির মিথ্যার মৃত্যুর মাঝে
সত্য সে পালোয়ান।
সবার উপরে আল্লারে জানে
মানুষেরে জানে ভাই,
মানুষের হামদার্দ দিতে তার
অদেয় কিছুই নাই।
মানুষ কোথাও সহিবেনা কেহ
অজ্ঞান অনাহার,
এই ইসলাম!
এইতো ধর্ম নিরোগ মানোবতার।
এই সাম্যের এই শান্তির ওয়াদা _
আবার দানো,
নতুন করিয়া মুসলিম হও,
আবার ঈমান আনো।
# আমার ইডিট করা কবিতাটি অডিও এবং ভিডিওতে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩