বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবার ঈমান আনো!
কাজী নজরুলের এই কবিতাটি যতবার পরি এবং শুনি ততোবারই মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি জেগে উঠে।
আবার ঈমান আনো
--কাজী নজরুল ইসলাম।
জাগ্রত কর মুক্ত হৃদয়
আবার ঈমান আনো,
কোথা ইসলাম?
সে পথের পরে সন্ধানে দিঠে হানো।
মুসলমানের সংখ্যা করোনা
নাম ধাম পরিচয়ে,
খুঁজে দেখো আছে কিনা মানুষ কোথাও
ইসলাম বুকে লয়ে।
মিছে না রয়ে তাকবির
শুধু গগন বিদারি স্বর,
মনের গহনে পরো... বাকিটুকু পড়ুন