থামো আমার সাথে একটু হাটো, এতো তাড়াহুড়ো করে কি লাভ বল। আসুক বৃষ্টি অথবা রোদ, আসুক ঘুম, ক্লান্তি অথবা ক্ষোভ, হাটতে থাকো পাশাপাশি আমার হাতটি ধরে। ধরেছি তোমার হাত এই জনমে, ছাড়ছি না আর, কথা দিলাম। সকল কবিতার মুল খুঁজে পাবে তুমি, থাকো আমার আলিঙ্গনে। এই সৃষ্টিশীল প্রণবন্ত পৃথিবী আর আলোময় সূর্যের মুখোমুখি দাঁড়াও তুমি। হবে কি তোমার একটুক্ষণ সময়? নাকি তোমার অনেক তাড়া? প্রিয়তমা! তৃতীয় পক্ষ থেকে গ্রহণ করো না কিছুই, জ্ঞানগর্ভ থেকে আলোচনা করব শুধু তুমি আর আমি।
আমার হাতে হাত রেখে এসো একটু শুন,পাশে এসে বসো, ভালোবাসাযুক্ত অনুভূতিগুলোকে ছেকে নাও তোমার আপন ছাকুনীতে।
তোমার আর আমার ‘এখনই শ্রেষ্ট সময়, এখন যৌবন আর সৃষ্টিশীলতা কম্পনে মাধুর্যময়। এখনকার চেয়ে শ্রেষ্ট সময় হয়তো আর পাবোনা আমরা, এখনই আমরা উপভোগ করতে পারি শ্রেষ্টতম বেহেস্ত অথবা দোজখ।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫