চল না ঘুরে আসি।
কোথায় যাবে?
জানি না।
একটু অপেক্ষা করো আড্ডাবাজ বন্ধুটার সাথে অনেকদিন পর দেখা হয়েছে আড্ডা মেরে আসি।
মারো তবে তুমি আড্ডা, আমি চলে যাই?
আরে যাও কোথায়? দাড়াও, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আসি।
বন্ধু তবে আসি রে, আবার দেখা হবে।
যাচ্ছিস তুই যেথা সেথা
তবে কিছু টাকা দিয়ে যা,
পকেট আমার কয়েকদিন ধরেই
করছে খাঁ খাঁ।
বললাম আমি
পকেটে আছে কিছু টাকা
যেতে হবে ছেড়ে ঢাকা,
দিতে হবে ট্রেনের ভাড়া
নতুবা ট্রেনের ভাড়াওয়ালা
করবে আমায় তাড়া।
বন্ধুর কাছে বিদায় নিয়ে আমি আর সে রিক্সায় চেপে চলে এলাম ধানমন্ডি লেক।
দুজনেই পাশাপাশি বসে আছি।
সে বলল ফোনটা দাও, ছবি তুলব।
অনর্গল ছবি তুলেই যাচ্ছে। তার নাকি সাদা কালো মুডে ছবি তুলতে বেশ ভালো লাগে।
খুব সুন্দর সেজেছ আজ তুমি।
বলতেই মুখ ভেংচি দিয়ে কি বুঝানোর চেষ্ঠা করল ঠিক বুঝলাম না।
সে বলল ভালোবাসো?
হু... অনেক ভালোবাসি
কখনো ছেড়ে চলে যাবে নাতো?
হাতটা জোড়ে চেপে ধরে বললাম "না যাবো না কোথাও ছেড়ে তোমায়।"
জিজ্ঞেস করলাম মন খারাপ?
চা খাব।
রবীন্দ্র সরোবর কন্সার্ট হচ্ছে, দেখবে?
কন্সার্ট ভালো লাগে না, রবীন্দ্র সরোবরের চা ভালো লাগে।
চা খেয়ে তাকে পৌঁছে দিয়ে আসতেই বুকটা কেপে উঠল। সে হাত নেড়ে বিদায় দিয়ে চেয়ে থাকল আমার দিকে। তখন মনে হচ্ছিলো এই বিদায় বুঝি শেষ বিদায়। এই হাত নাড়া বুঝি তার আমার দিকে চেয়ে শেষ হাত নাড়া।
এখন আমি ট্রেনে, যাচ্ছি আশুগঞ্জ। কিছুক্ষন পর পরই স্মৃতি গুলো মনে পড়ে যাচ্ছে খুব।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬