তোমার গভীরে বাসা বাধব বলে ভালোবাসার খুটি গাঁথতে চেয়েছিলাম, তোমার মনের অতল গহ্বরে।
তোমায় কাছে পাবার আশায় দূরে সরিয়ে দিয়েছি হজারো রঙ।
তোমার মনের দিগন্তে মিলাতে চেয়েছিলাম আমার মনের দিগন্তে।
নিজ হাতে সূর্য ঝরাতে চেয়েছিলাম তোমার মনের আঙিনায়।
ভোরের শিশির গড়িয়ে ফেলতে চেয়েছিলাম তোমার চোখে ঠোঁটে।
প্রহরী এই হৃদয়টা তোমার হৃদয়টাকে পাহারা দিতে চেয়েছিলো সারাজীবন।
বিশ্বাস কর খুব সাধ হত,
নয়নে নয়ন রাখি,
খুঁজি :এমোন কিসের মায়া?
খুব চেয়েছিলাম, তুমি অধরে জড়াবে হাসি,
নয়নে লুকাবে লাজ।
আমি তপ্ত হাতে ছুঁয়ে দেব কালোকেশ,
নিরবে গুনব তোমার শরীরের কারুকাজ!
ভেবেছিলাম কতনা গৌধুলি ভিঁড়বে আমাদের মোহনায়,
রাতের আঁধার ঘিরে রাখবে আমাদের দুজনকে খুব মায়ায়।
খুব উচ্চস্বরে সময় বাঁজাবে তার কর্কশ গলার ধ্বনি;
তোমাতে থাকব আমি,
আমাতে থাকবে তুমি,
দুজনেই খুঁজে নেবো আমাদের সুখ খানি!
চাওয়া গুলো চাওয়াতেই রয়ে গেলো,
পাওয়া আর হলো না।
ভালো থেকো নিজের খেয়ালও রেখো।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬