শিল্পী তার ঘাম ঝরিয়ে নিজেকে গলিয়ে যে ভালোবাসা তৈরি করে সেটাই মূলত খাটি ভালোবাসা। কিন্তু আমিতো তার ধারে কাছেও নেই। আমিতো উদাসীন, খোঁচা দিয়ে কথা বলি, কথায় কথায় রাগিয়ে দেই তোমায়, শুধু ঝগড়াই করি। আমিতো কোনপ্রকার ভালোবাসার যোগ্যতাও রাখি না। তবে কি করে ভালোবাসবো আমি তোমায়? জানি অযোগ্য এই প্রেমিকের আর্তনাদ শোনার মত সময় কারোরই নেই। কিন্তু কি করব বল আমিওত তোমার মত করে সময় গুলোকে আমার করে পেতে চেয়েছিলাম। কাওকে এই সময়ের ভাগ দিতে চাইছিলাম না তবুও তুমি একটা ফোন আসার পর কিছু না বলেই চলে গেলে। কোথায় গেলে, কেনো গেলে সেটাও হয়ত জানার অধিকারও আমার নেই। অনেক কিছু বলে তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি নিরুপায়। অনেক কিছু বলেও তোমায় আটকে রাখতে পারলাম না। তুমি চলে গেলে, হয়ত আমায় সময় দেয়ার চাইতেও খুব জরুরী কাজ ছিলো তোমার।
মানুষ সম্পর্ক নিয়ে বাচে না
বাচে সম্পর্কের স্মৃতি নিয়ে
আমিও একটা সুন্দর স্মৃতি চাই। কিন্তু আমি সেই সুন্দর স্মৃতি তৈরি করতে বার বারই ব্যর্থ হয়ে যাচ্ছি। মাফ করে দিও আমায়।
যখন চলে আসছিলাম খুব একা লাগছিলো নিজেকে। জানি একা থাকার অভ্যাসটা এখন থেকেই করতে হবে। রাস্তার এক কোনে বসে ভাবতে লাগলাম আমার সময়টাতে তোমাকে বেধে রাখতে পারলাম না। আমি ব্যর্থ প্রেমিক। ভালোবাসার মানুষটাকে আটকে রাখতে পারলামনা আমার সময়টাতে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ রাত ১১:৪৫