সর্বহারা বোধ হয় কোন রাজনৈতিক দলের নাম।
না খেতে পাওয়া, উপেক্ষিত, অবহেলিত,
চালচুলোহীন মানুষের পক্ষে যারা লড়ে।
অথবা সর্বহারা সেই চালচুলোহীন মানুষেরাই,
যাদের বাড়িঘর বানের জলে ভেসে গেছে,
মাটির শানকিতে যারা ভিক্ষে করে নিয়ে এসে,
দান খয়রাতের দানে বুভুক্ষের মত খায়।
যাদের দৃষ্টি থাকে শুণ্য, চেহারায় থাকে অসীম রুক্ষতা,
কোন স্বপ্ন থাকে না চোখে,
শুধু একরাশ হাহাকার জমে থাকে বুকে!
সর্বহারাদের কি আর কোন সংজ্ঞা আছে?
আমি জানি না।
কিন্তু মাঝে মাঝে মনে হয়,
আমি বুঝি সেই সর্বহারাদের দলে নাম লিখিয়েছি।
যার বুকের সব উচ্ছ্বাস বানের জলে ভেসে গেছে,
সব আবেগ অনুভূতি চেতনা বোধ,
কোন এক টাইফুনের আক্রমণে
বুকের ভেতর থেকে ছিড়ে নিংড়ে বের হয়ে গেছে।
সমস্ত চিন্তা চেতনা ভীষণ এক বৈষম্যে শোষিত হয়েছে।
আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি সে তাণ্ডব।
হ্যা, সর্বহারাই তো আমি! এবং সর্বংসহা!
তুমি কি জানো, এই নিঃসঙ্গতা, নিঃশ্বতা, হাহাকার
কেন জমে গেছে আমার পাঁজরে?
বোধ হয় তোমার জানা নেই।
কারন, তুমি কোন দিন দৃষ্টি দিয়ে,
আবেগ আর অনুরাগ দিয়ে,
তাকাও নি আমার চোখে।
যা কিছু আগ্রাসী, শুধু তাই নিয়ে,
সে তোমারই এক সন্ত্রাসী হামলা ছিল এ বুকে!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯