somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই শহরে রাজহাঁস নিষিদ্ধ/ আমার প্রথম বই

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি একটি ভালোবাসার কবিতা লিখতে চেয়েছিলাম—
কলম হতে ঝরে পড়ে অনল!
ভালোবাসা কি আগুনে পোড়াবো আমি?
তবে তাই হোক
কবি কিনে নিক প্রেমিকের সকল শোক
—————————————————————————

জীবনের সকল আশা অন্ধ হয়ে গেলে, যখন আপনি দাঁড়াবেন আত্মহত্যার দরোজায়; আপানাকে বাঁচিয়ে তুলতে পারে একটি মৃত্যুকালীন কবিতা যা আপনি পড়েছিলেন প্রথম প্রেমে পড়ার দু’রাত পূর্বে। এটা এমন এক গান যার সুর কখনো থেমে যায় না, এমন এক ছবি যা সমস্ত হাওয়ায় আঁকা থাকে, এমন এক আলো যা সূর্যের বুকে মাথা রেখে ঘুমায়।
তখন কবিতাই হয়ে ওঠে ঈশ্বর। কবিতা স্বতন্ত্র; নিজেই নিজের স্রষ্টা। কবিতা নিজেই একটি ধর্ম। সে সাম্প্রদায়িকতা বোঝে না, লেখক বোঝেন; লেখক অশ্লীল হয়, কবিতা কখনো নয়।
ইতিহাসের চেয়ে কবিতা বড় দর্শন। Percy Bysshe Shelley বলেছিলেন—
A poet is a nightingale, who sits in darkness and sings to cheer its own solitude with sweet sounds. কবি পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক।

‘কবিতা আমার নিয়তি। কবিতা ভিন্ন আমার দ্বিতীয় কোনো জীবন নেই’— চিরকাল এই পঙক্তিটিই আবৃত্তি করে যাবো জীবনের ঠোঁটে মুখ রেখে। কবিতা আমার প্রথম প্রেম এবং শেষ। পৃথিবীর যে কোনো শ্রেষ্ঠ রমণীর চেয়ে সে রূপবতী, মেধাবী এবং বিশুদ্ধ— পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প। কবিতা আমার প্রার্থনা, কবিতা আমার উপাসনালয়।

আমি কবিতা লিখতে ভালোবাসি। বলতে ভালোবাসি— আমি একজন কবি। আমি চাই কবিতা লিখতে লিখতে আমার মৃত্যু হোক। আমি চাই মৃত্যুকালীন সময়ে আমার পাশে পড়া হোক কবিতা। আমার এপিটাফে লেখা হোক কবিতা।—

‘কবিকে ব’লো না ফিরে যেতে
সে কোনো উপদেশ মানবে না
আদেশ তো নয়ই;
করা যেতে পারে অনুরোধ
যেন পাহাড়ের সম্মুখে রয়েছো দাঁড়ায়ে

তাঁকে ব’লো না ফিরে আসার সঠিক সময়
সে জানে, কখন আসতে হয়’
—(কবি/ এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

চেশোয়াভ মিউশ বলেছিলেন—
What is poetry which does not save
Nations or people?

‘এই শহরে রাজহাঁস নিষিদ্ধ’ বইটিতে আমিও এই গান গাইতে চেয়েছি। যতটুকু পারিনি— সে অক্ষমতা কেবলই আমার আর যতটা পেরেছি— সে কেবল কবিতার ক্ষমতা। কবিতা চিরকাল মহৎ। মানুষ চাইলেই যদিও কবি হতে পারে না কিন্তু কবিতা হতে পারে— কবিতার মতো সুন্দর।

আমার কবিতায় আছে ধর্ম। আমার কবিতায় ধর্ম নেই—

‘মানুষের বিশ্বস্ত দেয়ালে যেখানে ঈশ্বর ও শয়তানের ছবি থাকে
সেখানে রেখেছি একজন মানুষ ও একজন না-মানুষের ভাস্কর্য
মানুষের চেয়ে হিংস্র কোনো শয়তান আজো আমি দেখিনি
মানুষের চেয়ে মহৎ কোনো দেবতা আমি আজো দেখিনি
মহান জিউস কিংবা জুপিটার কোনদিন আমার ঘরে এসে দাঁড়াননি’
— (পোট্রেইট/ এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

আমার কবিতায় আছে প্রেম। আমার কবিতায় প্রেম নেই—

‘আমার প্রেমিকার বর্তমান বিশ্বস্ত প্রেমিক
আমাকে উজ্জ্বল দৃষ্টি মেলে দ্যাখে, দাঁড়ায়; উড়ে যায়।
আমি একটি পাহাড়? আমি কি মানুষের অধিক
গাছ এক? আমার রক্তে যে গান গায়,

আঘাত করে, কামনা জাগায় আমার শরীরে;
তাকে চিনি আমি? তার নাম অন্ধকার?
স্বর্গ আর শীত ঘাসের পার্থক্য মনে করার চেষ্টা করে
ব্যর্থ হ’লে— যে চলে গেছে ভুলে যাবো প্রেম তার?’
— (বিদায়ের গান ৪২/ এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

আমার কবিতায় আছে দুঃখ। আমার কবিতায় দুঃখ নেই।

‘সমুদ্রকে বিদায় না ব’লেই তুমি চলে যাচ্ছ! হাহাকার
ক’রে ভেঙে পড়ছে দশ দিক।
আমি শুনছি সে শব্দ। তবু বেঁচে আছি কী চমৎকার;
পৃথিবীতে এইরূপ জীবন নিয়ম স্বাভাবিক!’
—(বিদায়ের গান ১/ এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

আমার কবিতায় আছে মৃত্যু। আমার কবিতায় মৃত্যু নেই।

‘কয়েকটি উজ্জ্বল মাছি
ওড়ে অস্থির, আমার পিতার স্থির শবে;
ফরাসি বারবনিতা’র বুকের উৎসবে
আমার শরীর; বেঁচে আছি।’
— (পিতা/ এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

আমার কবিতায় আমি আছি। আমার কবিতায় আমি নেই। খুঁজবেন না। ব্যর্থ হবেন। আপনার ব্যর্থতা নিয়ে আমি কবিতা লিখবো—

‘সফলতা না পেলে আমি ব্যর্থ হতে ভালোবাসি
একলা হলে ভালোবাসি নির্জনতা
হাওয়াকে বলি তোমার কথা
তোমার কাছে যাই ঘৃণা করি অন্ধকার ভালোবাসি’

আমার কবিতায় আছে কেবল কবিতা। আছে চিৎকার। গান। রক্ত। উৎসব। মিছিল—

‘সত্য উচ্চারণে কবির যদি ফাঁসি হয়
... হোক
...
জেনে রাখো, আমার উত্তরাধিকার আরো বেশি
চিৎকার নিয়ে আসবে।

যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে বলবে—
পৃথিবীতে পৃথক দেশ ব’লে কিছু নেই।
পৃথক ধর্ম ব’লে কিছু নেই।
ব্যক্তিগত জীবন ব’লে কিছু নেই।’
—(স্বাধীনতা নিষিদ্ধ হোক/এই শহরে রাজহাঁস নিষিদ্ধ)

কবিতা, প্রেম ও জগতের যাবতীয় দুঃখে মাঝে মাঝে আমার মরে যেতে ইচ্ছে করে কিন্তু প্রিয় বন্ধু রবার্ট ফ্রস্ট আমার হাত টেনে ধরেন।—

But I have promise to keep
And miles to go before I sleep

তবু যদি ব্যর্থ হই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কবিতার হাতে চুমু খেয়ে বলবো—
আমি চিরকাল কেবল একজন কবি হতেই চেয়েছিলাম।
——————————————————————————

আমার প্রথম বই— এই শহরে রাজহাঁস নিষিদ্ধ
প্রকাশ হতে যাচ্ছে মহান একুশে বইমেলায়
পাওয়া যাবে কুঁড়েঘর প্রকাশনী, ২৫০ নং স্টলে।
যারা ভালোবাসা নিয়ে আমার পাশে ছিলেন, সবার প্রতি আমার চির কৃতজ্ঞতা। দ্যাখা হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

লিখেছেন আহা রুবন, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

×