(কিছু মন্তব্য দেখে নীচের দিকে কিছু কথা যোগ করতে বাধ্য হলাম। এই পোস্টে এমনহলে মূলসুরটাই কেটে যায়। অনুরোধ করছি, সেই ধরনের কথা,মনোভাব বর্জন করার।অন্যকথাও কিছু আছে)
আমরা ব্লগ থেকে সংগঠিত হয়ে গিয়ে নিজেরা সরিয়ে আনতে পারিনা মৃত্যুর কোলের শিশুদের, মানুষদের। চাইলেই ট্যাঙ্কগুলোকে লাগাতে পারিনা চাষের কাজে। এইগুলি হতে পারে না আ্যাম্বুলেন্স।
যারা চাকরি করতে এসে গুলি ছুড়ছে তাদের মনে করিয়ে দিতে পারি না, বন্দুক ফেলে দাও কিংবা একবার ঘুরিয়ে দেখ মুখ নির্দেশকারির দিকে।
শিশুরা যারা মিসাইলে লেখে ভালবাসার কথা, তাদের বুঝিয়ে দিতে পারি না, তোমাদের বুকে কেন বোনা হচ্ছে ঘৃনার বীজ,শত্রু কোথায়।আমরা হয়ত নিজেদের জায়গার একটা মিছিলও করতে পারি না, পারি হয়ত।
আজ পুঁজিবাদের এই আগ্রাসনে, রাস্ট্রায়ত্ত পুঁজির স্বার্থ কী নিদারুন চেহারা নিচ্ছে আমরা তা বুঝতে পারছি অনায়াসে। নিজের সন্তানের মুখে চোখ রেখে অন্তত আমরা শিউরে উঠতে পারি সেই প্রতিফলনে, গাজার শিশু, ইসরায়েলি শিশু তার বাবা-মায়ের সাথে আমাদের কোন পার্থক্য নেই।
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে এই ব্লগাররা অনেক সংঘঠিত ভাবে কাজ করছেন। গনস্বাক্ষরে চাইবেন বিচার। এখন কিন্তু সেরকম সময়ও আর নেই , গাজার জন্য।
নীচে চিঠি রাখলাম সঙ্গে পৃথিবীর প্রায় সবদেশের কতৃপক্ষের ই-মেল আই ডি, রাস্ট্রসংঘের টা এবং তাদের বিভিন্নদেশের অফিসগুলোর ঠিকানা।
আমরা অন্তত তাদের প্রত্যেকদিন মেল করে মনে করিয়ে দিতে পারি ভয়াভয়তার কথা।
যারা অন্য ব্লগগুলোতেও যান, তাঁরাও এইগুলি নিয়ে সেখানে পোস্টদিন।
ঠিকানাগুলো সব ইন্টারনেট থেকে সংগৃহিত, পরীক্ষা করে দেখা হয়নি তবে যতদূর সম্বভ অফিসিয়াল সাইট থেকেই নেয়া হয়েছে।
রাস্ট্রসংঘের মহাসচিব এবং তাদের বিভিন্ন দেশের কর্তাদের দিচ্ছি
এই চিঠি। এখানে সব সদস্যদেশ এবং অন্যদু'একটি দেশ রয়েছে এতে আমরা প্রায় সব দেশেই পৌঁছব। যতটা পারি ভাগ ভাগ করে দি্যেছি কপি করার সুবিধার্থে।
United Nations
Please STOP GENOCIDE IN GAZA, STOP INFANTICIDE IN GAZA.
You are meant to maintain peace. Ask nations to mount pressure, send peace keeping force to Gaza, if it needs. Explel itruders from Gaza.
We can not tolerate more, stop the barbarism
United Permanent Missions
Please place this plea to your concerned country-authority, its people, politicians.
Stop triggering humans.
প্রথমটা আই ডি টা মহাসচিবের
inquiries@un.org,
afgwatan@aol.com, albania@un.int, algeria@un.int, andorra@un.int, themission@angolaun.org, argentina@un.int, armenia@un.int, australia@un.int, azerbaijan@un.int, bangladesh@un.int, bahrain@un.int, info@bruneimission-ny.org, prun@foreign.gov.bb, belarus@un.int, blzun@aol.com, bihnyun@aol.com, botswana@un.int, bulgaria@un.int, bfapm@un.int, burundi@un.int, cambodia@un.int, canada@un.int, capeverde@un.int, caf@un.int, chile@un.int, colombia@colombiaun.org, congo@un.int, costarica@un.int, cuba@un.int, pmccyprus.un@verizon.net, un.newyork@embassy.mzv.cz, dpr.korea@verizon.net, drcongo@un.int, nycmis@um.dk, djibouti@nyct.net, domun@onecommonwealth.org, drun@un.int, egypt@un.int, elsalvador@un.int, mission.newyork@mfa.ee, fiji@un.int, france@un.int, gambia@un.int, germany@un.int, ghanaperm@aol.com, grenada@un.int, guatemala@un.int, missionofguinea@aol.com, guyana@un.int, haiti@un.int, hungary@un.int, unmission@mfa.is, iran@un.int, ireland@un.int, italy@un.int, jamaica@un.int, mission@un-japan.org, missionun@jordanmissionun.com, kazakhstan@un.int, kenya@un.int, lesotho@un.int, libya@un.int, lithuania@un.int, repermad@verizon.net, malawinewyork@aol.com, malaysia@un.int, maldives@un.int, nicaragua@un.int, sknmission@aol.com, rusun@un.int, misiune@romaniaun.org, unmoldova@aol.com, korea@un.int, portugal@un.int, misunphil@aol.com, onuper@aol.com, paraguay@un.int, pngmission@pngun.org, emb@panama-un.org, mission@palauun.org, malionu@aol.com, oman@un.int, samoa@un.int, netherlands@un.int, nepal@un.int, nauru@un.int, namibia@un.int, myanmar@un.int, mozambique@un.int, mongolia@un.int, monaco@un.int, fsmun@fsmgov.org, mexico@un.int, mauritius@un.int, mauritania@un.int, marshallislands@un.int, pakistan@un.int, swaziland@un.int, malawiu@aol.com, myanmarmission@verizon.net, nauru@onecommonwealth.org, cuba_onu@cubanmission.com, uruguay@un.int, tzrepny@aol.com, uk@un.int, tuvalu@onecommonwealth.org, turkmenistan@un.int, tto@un.int, tongaunmission@aol.com, timor-leste@un.int, thailand@un.int, slumission@aol.com, slovenia@un.int, ethiopia@un.int, stp1@attglobal.net, saudi-mission@un.int, seychelles@un.int, sierraleone@un.int, tajikistanun@aol.com, mission@newyork.mfa.sk, sweden@un.int, somalia@un.int, pmun@southafrica-newyork.net, slpmny@aol.com, sudan@sudanmission.org, suriname@un.int, svgun@aol.com, singapore@un.int, zimbabwe@un.int.org, yemen@un.int, vietnamun@vnmission.com, venezuela@un.int, vanunmis@aol.com, usa@un.int, vertretung-un@nyc.rep.admin.ch, blzun@belizemission.com, niger@nigerun.org, delun@mfa.no, poland@polandun.org, sanmarinoun@hotmail.com, senegal.mission@yahoo.fr, syrianmission@verizonmail.com, uno_us@mfa.gov.ua, german-mission-consulate-gic-1@netlink1.net, un.newyork@mfa.no, support@glocksoft.com, ask@israel-info.gov.il, mission@bahamasny.com, nzmissionny@earthlink.net, unmission@belembassy.org, newyork.rp@mae.etat.lu, delgaliviaonu@hotmail.com, delbrasonu@delbrasonu.org, cotedivoiremission@yahoo.com, cromiss.un@mvp.hr, equatorialguineamission@yahoo.com, sanomat.yke@formin.fi, mission@greeceun.org, honduras_un@hotmail.com, india@un.int,indiaun@prodigy.net, imission@nyc.rr.com, kuwaitmission@msn.com, mission.un-ny@mfa.gov.lv, mission@nyc.rep.llv.li, newyorkun@diplobel.be ----------------------------------------------------------------------------------
এটা দিচ্ছি রাস্ট্রগুলোকে
----------------------------------------------------------------------------------
Government, Politicians and People of the nation
Please STOP GENOCIDE IN GAZA, STOP INFANTICIDE IN GAZA.
We are meant to maintain peace. Ask nations to mount pressure, send peace keeping force to Gaza, if it needs. Explel itruders from Gaza.
We can not tolerate more, stop the barbarism
Tell
United Nations
Please place this plea to your people, politicians.
Stop triggering humans.
ই-মেল :
presec@presec.tirana.al, postmaster@minjash.tirana.al,
dragc@gg.dz, pmo@candw.ag,spyd@presidencia.gov.ar,
president@president.am, premier@dpac.tas.gov.au, vklima@spoe.or.at,
bcc@btl.net, foreign@barbadosgov.org,infogrp@president.gov.by, info@belgium.be,
celcom@camnet.cm,
pm@pm.gc.ca, altatalk@gov.ab.ca, pcmbrava@mail.cvtelecom.cv,
webmaster@presidencia.cl, ceo@ceo.gcn.gov.hk, pastrana@presidencia.gov.co, rherrera@ns.casapres.go.cr,
admin@president.hr,
pioxx@cytanet.com.cy,
president@hrad.cz,
stm@stm.dk,
pmoffice@cwdom.dm,
correspondencias@presidencia.gov.do,
lpolanco@serex.gov.do,
webmast@mmrree.gov.ec,
webmaster@presidency.gov.eg,
presidente@casapres.gob.sv,
sekretar@vpk.ee,
valitsus@rk.ee,
info@fiji.gov.fj,
paavo.lipponen@eduskunta.fi,
presidentti@tpk.vn.fi,
office@presidpress.gov.ge,
mail@primeminister.gr,
homerule@gh.gl,
alvaroarzu@guate.net,
Viktor.Orban@meh.hu,
cfwang@hlhg.gov.tw,
david@althingi.is,
webmaster@taoiseach.irlgov.ie,
ask@israel-info.gov.il,
ask@israel-info.gov.il,
staff@relay.regione.abruzzo.it,
jpm@kantei.go.jp,
info@nic.gov.jo,
vice_president@whitehouse.gov,
comments@whitehouse.gov,
consultassre@gmail.com,
chancery@president.lv,
info@lp.gov.lb,
gidirg@president.lt,
kanceliarija@lrvk.lt,
admin@foreign.gov.mv,
statepas@intnet.mu,
foreignaffairs@mail.fm,
Elbegdorj_TS@prime.pmis.gov.mn,
iczmerc@iafrica.com.na,
provincie@flevoland.nl,
odin@ft.dep.telemax.no,
prime.minister@ministers.govt.nz,
presidente@presidencia.gob.ni,
cfwang@hlhg.gov.tw,
www@cm.gov.nc.tr,
cfwang@hlhg.gov.tw,
frank-fhp@maf.org,
govspkmn@mozart.inet.co.th,
presoftt@carib-link.net,
cankaya@tccb.gov.tr,
ddlbsl@tccb.gov.tr,
mofa@starcom.co.ug,
number10@petitions.pm.gov.uk,
postmaster@ribbon.kiev.ua,
oda@mail.gov.if.ua,
prime_minister@tavrida.crimea.ua,
ens@odsadm.odessa.ua,
press.nio@nics.gov.uk,
comexpri@bolivar.funmrd.gov.ve,
slobodan.milosevic@gov.yu,
state@zamnet.zm,
primeminister@pak.gov.pk,
postmaster@mininfo.pna.org,
presssecy@alpha.nic.in,
presidentofindia@rb.nic.in,
manmohan@sansad.nic.in,
ofasin@presidencia.gob.pa,
inka+@qenqo.rcp.net.pe,
primeminister@pm.gov.pg,
oppto_martin@pres.gob.pe,
erap@erap.com,
ppdoadn@butuanonline.com,
capitol@bgo.cyberspace.com.ph,
listy@prezydent.pl,
cirinfo@kprm.gov.pl,
guv@kappa.ro,
president@gov.ru,
secretariat@tatar.ru,
pmoffice@candw.lc,
ppo@seychelles.net,
tomaz.lovrencic@vlada.sigov.mail.si,
darinka.ilovar@up.sigov.mail.si,
communications@po.gov.za,
premsa@iafrica.com,
for_min@sri.lanka.net,
burpres@sr.net,
ppcu@realnet.co.sz,
regeringen@regeringen.se,peter.w.frey@ag.ch, info@sip.etat.lu,president@albd.org,postmaster@mx.parliament.govt.nz,president@albd.org,postmaster@ag.ch,postmaster@maf.org,homerule@gh.gl,postmaster@ag.ch,postmaster@mx.parliament.govt.nz,paavo.t.lipponen@gmail.com,ask@israel-info.gov.il,state@zamnet.zm
--------------------------------------------------------------------------------
ইসরায়েল আর প্যালেস্টাইনের দু'টো আলাদা করে দিলাম । ইচ্ছা হলে আলাদা করে লিখতে পারেন।
---------------------------------------------------------------------------
ইসারেল:ask@israel-info.gov.il
প্যালেস্টাইন: state@zamnet.zm
-----------------------------------------------------------------------------
হোয়াইট হাউস: vice_president@whitehouse.gov
vice-president কেও লেখা যেতে পারে।
---------------------------------------------------------------------------------
সংযোজিত: কয়েকটা মেইল বাউন্স করতে পারে মেইল বক্স ভর্তি না অন্যকারনে, সেগুলিতে মনোযোগ দেয়ার দরকার নেই,ঐরকম অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয় কোনোও আই ডি জুড়ে দেয়া হয়েছে পোস্টে।
----------------------------------------------------------------------------------
যে সব দেশের সরকারের ঠিকানা ২য় চিঠিতে আছে সেগুলি হল
Afganistan, Albania, Algeria, Andorra, Angola, Antigua and BarbudaArgentina, Armenia, Australia, Austria, AzerbaijanBahamas, Bahrain, Bangladesh, Barbados, Belarus, Belgium, Belize, Benin,Cambodia, Cameroon, Canada, Cape Verde, Central African Republic, Chad, Chile, China,Colombia, Comoros, Congo (Dem. Rep.), Congo (Rep.), Costa Rica, Croatia, Cuba, Cyprus, Czech Republic,Denmark, Djibouit, Dominica, Dominican Republic,Ecuador, Egypt, El Salvador, Equatorial Guinea, Eritrea, Estonia, Ethiopia,Fiji, Finland, France,Gabon, Gambia, Georgia, Germany, Ghana, Greece, Greenland, Grenada, Guatemala, Guinea, Guinea-Bissau, Guyana,Haiti, Honduras, Hungary,Iceland, India, Indonesia, Iran,Iraq, Ireland, Israel, Italy, Ivory Coast,Jamaica, Japan, Jordan
Kazakhstan, Kenya, Kiribati, Kuwait, Kyrgyzstan,Laos, Latvia, Lebanon, Lesotho, Liberia, Libya, Liechtenstein, Lithuania, Luxembourg,Macedonia, Madagascar, Malawi, Malaysia, Maldives, Mali, Malta,Marshall Islands, Mauritania, Mauritius, Mexico, Micronesia, Moldova, Monaco, Mongolia, Morocco, Mozambique, Myanmar,Namibia, Nauru, Nepal, Netherlands, New Zealand, Nicaragua, Niger, Nigeria, North Cyprus, North Korea, Norway
Taiwan, Tajikistan, Tanzania, Thailand, Togo, Tonga, Trinidad and Tobago, Tunisia, Turkey, Turkmenistan, Tuvalu,Uganda, Ukraine, United Arab Emirates, United Kingdom,Vanuatu, Vatican City, Venezuela, Vietnam,Western Samoa,Yemen, Yugoslavia,Zambia, Zimbabwe,
Oman,Pakistan, Palau, Palestine, Panama, Papua New Guinea, Paraguay, Peru,Philippines, Poland, Portugal,Qatar,Romania, Russia, Rwanda,Saint Kitts And Nevis, Saint Lucia, Saint Vincent And The Grenadines, San Marino, Sao Tome And Principe, Saudi Arabia, Senegal, Seychelles, Sierra Leone, Singapore, Slovakia, Slovenia, Solomon Islands, Somalia, South Africa, South Korea, Spain, Sri Lanka,Sudan, Suriname, Swaziland, Sweden, Switzerland, Syria
ই-মেল এ কপি করতে অসুবিধা হবে বলে পাশাপাশি দিলাম না
----------------------------------------------------------------------------------
এই পোস্টে কিছু মন্তব্য দেখে, এই অংশটি যোগ করছি :
----------------------------------------------------------------------------------
গাজার মানুষ বাঁচুক, তা সে মুসলিম না অন্যকিছু তার খবরের দরকার নেই। গাজার মানুষ বাঁচাতে গিয়ে ইসরায়েল মানুষ পাল্টা নিধনে মারা যাক, তা চাই না। উপরেও সেটা লিখেছি।
এই পোস্টি দয়া করে কোন ধর্মীয় গোষ্ঠির উপর আঘাত এই দৃষ্টিকোন থেকে লেখিনি। দয়া করে সেরকম কোন বিচার থেকে কোনো কমেন্ট করবেন না, যাদের কাছে মানুষ মারা যাচ্ছে, শুধু এটাই কোন পয়েন্ট না, সাথে অন্য অনুপান চান, তারা দয়া করে এখানে লেখা বিরত রাখুন। কারন এতে মূল উদ্দেশ্যটাই মার যায়। এইরকম রেসিস্ট অনিভবের ফসলই কিন্তু আজেকর গাজা। মূল শত্রু কারা সেটা চিন্হিত ও বর্জন করুন, সেটা পুঁজিবাদি আগ্রসান যারা ধর্মকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করে।
কোন কেয়ামত চাইনা আরও কী ধ্বংস দরকার। কিসের পর কী কেয়ামত আসে বলে কেউ বলেছেন।কোন বিতর্ক করে এই পোস্টির মূল ভাবনাটা ঘুরিয়ে দিতে চাই না, আপনারাও বর্জন করুন প্রতিক্রীয়াশিল মোনোভাবের মন্তব্যগুলিকে।
হিব্রু'র উত্তর দিতে পারি কিন্তু তার আগে দরকার শিশুদের, মানুষের মৃত্যু বন্ধ হওয়া।মৃত্যু নিয়ে না হয় ধর্ম নাই হল। মৃত্যু মানে সবার কাছেই এক, গাজার শিশু, ইসরায়েলি শিশু তার বাবা-মায়ের সাথে আমাদের কোন পার্থক্য নেই।
----------------------------------------------------------------------------------
১৮ ই জানুয়ারী, ২:৩০
ইসরায়েল সিসফায়ার করবে বলে মুখে বলেছে, ৩০ মিনিট আগে নাকি তা শুরু হয়েছে কিন্তু সেনা,বন্দুক,গোলা-বারুদ নিয়ে বসে আছে গাজাতেই , তাদের প্রোয়োজনে আবার শুরু করবে বলে । আগ্রাসন। এ কেমন সিজ -ফায়ার !!!!! ভাঁওতা মনে হয়, আসলে মানূষ মারতে আরও ছুতো সাজানো হচ্ছে।
জেনেভা কনভেনসনের কিছুই মানা হচ্ছে না।
আমরা এখনই চিঠি লেখা বন্ধ করছি না। আরও দুটো লাইন যোগ করছি তাতে।মানুষ মারাই লক্ষ্য।
পৃথিবীতে যুদ্ধ বন্ধ হোক।
----------------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮