সাপ
একটা সাপ আমার পিছু নিয়েছে! আমি দৌড়াচ্ছি! সাপ এতো দ্রুত দৌড়াতে পারে এ আমার জানা ছিল না। আশে পাশে অনেক লোকজন; তবু মনে হচ্ছে সাপটি আর কাউকে কামড়াবে না। সে আমাকেই শেষ করে দিতে চায় তার ভয়ানক বিষে। আমি এখন কী করব? দৌড়াতে দৌড়াতে হাপিয়ে উঠেছি একেবারে। পা দুটি অবশ হতে চলল। ও মা! সামনে দেখি এটা বিশাল এক নদী! আমি কি নদীতে ঝাপ দিব? সাপ তো পানিতে আরো দ্রুত দৌড়ায়!
ভয়াবহ রকমের অসহায়ত্ববোধই বোধহয় আমার ঘুম ভাঙিয়ে দিল।
তখন আমার উপলদ্ধি হল, সত্যিকারের জীবন তো স্বপ্নের সাপেদের থেকেও ভয়ংকর!
নাবিলা +নাদিম = নাবিলা + ?
সেই ক্লাস ইলেভেন থেকে নাবিলার প্রেম নাদিমের সাথে! দশ বছর নাদিমের সাথে প্রেম করার পর নাবিলা বিয়ে করল। না, নাদিমকে না। অন্য কাউকে।
কেউ না
মাঝরাতে দরোজায় ঠকঠক শব্দে তার ঘুম ভেঙে গেল। কলিং বেল রেখে কে এতো রাতে দরোজায় ঠকঠক করছে? সে ভয় পেলেও জিজ্ঞেস করল, কে?
ওপাশ থেকে শব্দ অতি মোলায়েম কন্ঠ ভেসে আসল, অনুমান কর।
উমম..
পারছ না?
না।
বলে দিব?
হু।
আমি কেউ না।
এমন হেয়ালি করছে লোকটা। নিশ্চয়ই কাছের কেউ হবে। তাই সে দরজা খুলে দিল।
কিন্তু না, বাইরেতো আসলেই কেউ নাই।
মতি + জনি
মতি আর জনি দুই বন্ধু। একসময় বন্ধুতা গড়ালো প্রেমে। তিন বছর চুটিয়ে প্রেম করার পর তারা বিয়ে করল।
সমকামীতা নিয়ে উইকিপিডিয়া লিখেছে, এটি একটি যৌন অভিমুখিতা যার দ্বারা সমলিঙ্গের ব্যক্তির প্রতি যৌন আকর্ষণ বুঝায়। এইরূপ আকর্ষণের কারণে একই লিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক ঘটতে পারে। মানব জাতির ইতিহাসে প্রায় সমগ্র সময়কাল জুড়ে সমকামী সম্পর্ক ও আচরণ নিন্দিত হয়ে এসেছে। তাই সমকামী বিয়েও বেশিরভাগ সমাজেই বৈধতা পায় নি। এবং এমন বিয়ের ঘটনা ঘটলে সারা সমাজে রি রি পড়ে যায়।
কিন্তু না, মতি আর জনির বিয়েতে সমকামীতা বিষয়টা পুরোটাই অপ্রাসঙ্গিক। কারণ, আমাদের আলোচ্য চরিত্রদের মধ্যে জনি স্ত্রী-লিঙ্গের অধিকারী।
মিনি গল্পসমগ্র- ৭
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২