সুধী,
আসছে- সংকাশ ছোট কাগজ (লিটল ম্যাগ) এর ৬ষ্ঠ ইস্যু!
লেখা পাঠানোর নির্দেশনা-
• লেখার বিষয়- উন্মুক্ত। আগ্রহী লেখক / কবিগণকে যেকোন বিষয়ের উপরে কবিতা, মুক্তগদ্য, রম্য রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা অন্য যেকোন বিষয়ের উপরে ছোট গল্প পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ১৫০০ শব্দের উর্ধে নয়।
• কাগজে (দৈনিক/ত্রৈমাসিক/ষান্মাসিক পত্রিকা, বই, লিটল ম্যাগ) অপ্রকাশিত হতে হবে, তবে- ব্লগ বা ফেসবুক পাতায় প্রকাশিত লেখা হলে সমস্যা নেই।
• লেখা বিজয়-৫২ ফন্ট অথবা অভ্র/ইউনিকোড ফন্টে পাঠাতে পারেন।
• লেখা ইমেইল টেক্সট বডি’তে না পাঠানোর জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনার লেখা টাইপ করবেন; তাতে আপনার লেখার শিরোনাম, নিজের নাম, ইমেইল ঠিকানা, যোগাযোগের ঠিকানা এবং মুঠোফোন নাম্বার যুক্ত করুন। লেখক জীবনের ছোট প্রোফাইলও যোগ করতে পারেন। (লেখা ছদ্ম নামে প্রকাশ করতে চাইলে সেটি উল্লেখ করুন, কিন্তু ইমেইলে প্রকৃত নাম যুক্ত করুন।)
• ইমেইলের বিষয়ের ঘরে ‘সংকাশ ছোট কাগজের ৬ষ্ঠ সংখ্যার জন্য’ কথাটি উল্লেখ করুন।
• লেখা পাঠানোর ই-মেইল: songkash@gmail.com
• শেষ সময়ঃ আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৫ইং, রাত ১২টার মধ্যে লেখা পাঠাতে হবে।
প্রচারে-
জাকিয়া জেসমিন যূথী
সহযোগী সম্পাদক
সংকাশ,
ছোট কাগজ
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৮